ময়মনসিংহ পুলিশ রেঞ্জে অনলাইন সেবা চালু ১২ ঘণ্টায় রেঞ্জে জিডি হয়েছে ১৭৫টি

ময়মনসিংহ পুলিশ রেঞ্জে অনলাইন সেবা চালু ১২ ঘণ্টায় রেঞ্জে জিডি হয়েছে ১৭৫টি

July 2, 2025 60 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

ময়মনসিংহ পুলিশ রেঞ্জের ৩৬টি থানায় ১ জুলাই একযোগে শুরু হয়েছে অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) সেবা। এতে প্রথমদিনেই সন্তোষজনক সাড়া মিলেছে সেবাপ্রার্থীদের। গত ১২ ঘণ্টায় এই রেঞ্জের ৩৬টি থানায় মোট জিডি হয়েছে ১৭৫টি। এর মধ্যে থানায় না এসেই ঘরেই বসে স্মার্ট ফোনের মাধ্যমে অনলাইনে জিডি দায়ের হয়েছে ২২টি।
বুধবার (২ জুলাই) সকালে ময়মনসিংহ রেঞ্জের উপমহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ আতাউল কিবরিয়া এই তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে সিলেট ও চট্টগ্রামের পর ১ জুলাই থেকে ঢাকা ও ময়মনসিংহ পুলিশ রেঞ্জের সব থানায় একযোগে ঘরে বসেই সব ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ। এতে সেবা প্রার্থীদের সময় ও হয়রানি কমে আসবে। আশা করছি এর মাধ্যমে ঘরে বসেই পুলিশি সেবা পাবে যেকোনো পর্যায়ের ভুক্তভোগীরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লেস্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন অথবা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। এ হটলাইন নম্বরটি ২৪ ঘণ্টা চালু রয়েছে। বাংলাদেশ পুলিশ জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা দ্রুততম সময়ে ও সহজে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

ডিআইজি অফিস সূত্র জানায়, ১ জুলাই সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ৪টি জেলার ৩৬টি থানার মধ্যে গত ১২ ঘণ্টায় মোট জিডি হয়েছে ১৭৫টি। এর মধ্যে থানায় এসে অনলাইনে জিডি হয়েছে ১৫৩টি এবং থানায় না এসেই ঘরেই বসে অনলাইনে জিডি দায়ের হয়েছে ২২টি।

মতিউল আলম

সাম্প্রতিক