ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে ২-১ হারিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের

ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে ২-১ হারিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের

July 2, 2025 220 Views

মতিউল আলম,  বিএমটিভি নিউজঃ

বাংলাদেশের মেয়েরা আবারো প্রমাণ করলো তারা শক্তিশালী।  এএফসি নারী এশিয়ান কাপের বাছাইপর্বে   নিজেদের দ্বিতীয় ম্যাচে ঋতুপর্ণা চাকমার জোড়া গোলে শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে  বিজয়  চিনিয়ে আনলো বাংলাদেশের মেয়েরা। বুধবার (০২ জুলাই) ইয়াঙ্গুনের থুয়ানা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে মিয়ানমারকে ২-১ ব্যবধানে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। দুটি গোলই করেছেন ঋতুপর্না চাকমা।


র‍্যাংকিংয়ে এগিয়ে, নিজেদের মাঠ! সবমিলিয়ে মিয়ানমার সব দিকেই এগিয়ে। তবে এসবকে পাত্তা দেয়নি বাংলাদেশের মেয়েরা। মাঠের খেলায় তহুরা-ঋতুপর্নারা দুর্দান্ত দাপট দেখিয়ে তুলে নিয়েছেন ঐতিহাসিক জয়। এখন শেষ ম্যাচে ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। এতে প্রথম বারের মতো নারী এশিয়া কাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশের মেয়েরা।
ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে আজ এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।
১৭তম মিনিটে ড্রিবল করে ডি বক্সে ঢোকার পথে ফাউলের শিকার হন শামসুন্নাহার জুনিয়র। তাতে ফ্রি-কিক পায় বাংলাদেশ। ফ্রি কিক শট মানব দেওয়ালে লেগে ফিরে এলে ফিরতি শটে লক্ষ্যভেদ করেন ঋতু। এরপর ৭১তম মিনিটে বা প্রান্তে থেকে দুরপাল্লার শটে গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে জড়ান তিনি।

এদিন ম্যাচের প্রথম মিনিটেই জোরালো আক্রমণ সাজায় মিয়ানমার। তবে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় সে আক্রমণ। এরপর পাল্টা আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রন নেয় বাংলাদেশ। ১৯ মিনিটে ঋতুপর্ণার জোরালো শটে লিড নেয় বাংলাদেশ। এরপর ৭২ মিনিটে আবারও স্কোরশিটে নাম লেখান তিনি। এতে ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে ম্যাচের শেষ মুহূর্তে একটি গোল শোধ করে মিয়ানমার।

এ জয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলার পথে অনেকটাই এগিয়ে গেলো মনিকা-তহুরারা। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে জয় অথবা ড্র হলেই ইতিহাস সৃষ্টি করবে বাংলাদেশ। প্রথমবারের মতো খেলবে এশিয়ান কাপের মূলপর্বে।

এর আগে, নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে আসর শুরু করে লাল-সবুজের প্রতিনিধিরা।

ইনকে ৭-০ গোলে উড়িয়ে আসর শুরু করে লাল-সবুজের প্রতিনিধিরা। ঐ খেলায় জোড়া গোল করে ময়মনসিংহের কলসিন্দুরের মেয়ে তহুরা ও শামসুন্নাহার।

সাম্প্রতিক