এসএসসির ফল প্রকাশ, ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮.২২ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ৬,৬৭৮ জন শিক্ষার্থী

এসএসসির ফল প্রকাশ, ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮.২২ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ৬,৬৭৮ জন শিক্ষার্থী

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 
ময়মনসিংহসহ সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর ফলপ্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় দেশের ১১টি শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল অনুযায়ী, ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবছর পাশের হার ৫৮.২২ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ প্রাপ্ত মোট পরীক্ষার্থী ৬ হাজার ৬৭৮ জন।
বৃহস্পতিবার দুপুর ২টায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ শহীদুল্লাহ এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান। এসময়  বোর্ডের সচিব প্রফেসর মোঃ সফিউদ্দিন শেখ,  পরীক্ষা নিয়ন্ত্রক  প্রফেসর সৈয়দ আক্তারুজ্জআমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী মোট ১ লাখ ৫ হাজার ৫৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫৩ হাজার ৭৭২ জন (৫০.৯৪%) এবং ছাত্রী ৫১ হাজার ৭৮৬ জন (৪৯.০৬%)। মোট পাশকৃত পরীক্ষার্থী ৬১ হাজার ৪৫৬ জন; যার মধ্যে ছাত্র ২৯ হাজার ৬১২ জন এবং ছাত্রী ৩১ হাজার ৮৪৪ জন। ছাত্র পাশের হার ৫৫.০৭ শতাংশ এবং ছাত্রী পাশের হার ৬১.৪৯ শতাংশ।
ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে শতভাগ কৃতকার্য শিক্ষা প্রতিষ্ঠান ১১টি ও শতভাগ অকৃতকার্য শিক্ষা প্রতিষ্ঠান ১১টি।
এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এ ময়মনসিংহ শিক্ষাবোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত মোট ৬ হাজার ৬৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩ হাজার ১২৬ জন (৪৬.৮১%) এবং ছাত্রী ৩ হাজার ৫৫২ জন (৫৩.১৯%)। এ শিক্ষাবোর্ডের মোট ১৫৬টি কেন্দ্রের ১ হাজার ৩২৮টি প্রতিষ্ঠানে এবছর এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এ বছর পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে ময়মনসিংহে মোট ফরম পূরণ করে ১ লাখ ৭ হাজার ১৬১ জন শিক্ষার্থী।

এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর ফলাফল http://www.educationboardresults.gov.bd থেকে অথবা প্রতিটি বোর্ডের নির্দিষ্ট শর্টকোডে এসএমএস পাঠিয়ে জানা যাবে। এছাড়া শিক্ষাবোর্ডসমূহের ওয়েবসাইট ও সরকারিভাবে চালু করা কিছু অ্যাপ থেকেও ফলাফল দেখা যাবে।##

মতিউল আলম