স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন বিএনপির পায়ে পারা দিয়ে ঝগড়া সৃষ্টি করতে চায় কয়েকটি দল । তারা উদ্দেশ্যমূলক ভাবে রাজনৈতিক সংঘাতে পরিবেশ বিনষ্ট করে নির্বাচন বানচালের পাঁয়তারা করছে । তিনি বলেন খোচাখুঁচি না করে জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনী ট্রেনে চড়ার জন্য তিনি দলগুলোর প্রতি আহবান জানান ।
তিনি আজ বিকেলে হালুয়াঘাটের যুগলী ইউনিয়নের নয়াপাড়া শাহ সুলতান ঈদগাহ মতগমাঠে ৮ নং ওয়ার্ড বিএনপির সন্মেলন এবং বিএনপি নেতাকর্মীদের সদস্য নবায়ন ও নতুন প্রাথমিক সদস্যদের সদস্য রশীদ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন । এর আগে আজ দুপুর ৩ টায় খলিশাকুড়ি দাখিল মাদরাসা মাঠে ৮ নং ওয়ার্ড এবং রাতে কলাপাগলা উচ্চ বিদ্যালয় মাঠে ৭ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন এবং বিএনপি নেতাকর্মীদের সদস্য নবায়ন ও নতুন প্রাথমিক সদস্যদের সদস্য রশীদ প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন । এর আগে তিনি কৈচাপুর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে জুম্মার নামাজ শেষে গণ সংযোগ করেন
সন্মেলন সমূহে এমরান সালেহ প্রিন্স বলেন , বিএনপিকে ইংগিত করে চোখ রাঙিয়ে গরম বক্তব্য দিয়ে রাজনীতি পল্টনো যায় না।বরং সংঘাত সৃষ্টিতে উস্কানী দেয়া হচ্ছে । তিনি বলেন কোনও উসকানিতে বিএনপি পা দেবে না ।
সম্মেলনে তিনি বলেন , আওয়ামী খেলোয়াডরা দেশ ছেড়ে পালিয়ে গেছে , নতুন খেলোয়ারের আবির্ভাব হয়েছে , তারা খেলা ও খেলার নিয়ম পাল্টে দিতে চায় । বিএনপি জনগণ ও রাজনীতি নিয়ে কোনও খেলা নয় , বাস্তবমুখী কর্মসূচী নিয়ে জনগণের মন জয় করে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ণ করে শহীদের রক্তের ঋণ পরিশোধ করতে চায় । তিনি বলেন , বিএনপি জনগণের রাজনীতির মাধ্যমে জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে । শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনীতিকে নেতাদের ড্রইংরুম থেকে বের করে গ্রামীন জনপদে নিয়ে জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করেছিলেন । শহীদ জিয়া গ্রামীণ জনপদে পায়ে হেঁটে গ্রামে গ্রামে ঘুরে বিএনপির জাতীয়তাবাদী রাজনীতি প্রতিষ্ঠা করে গেছেন । এসব কথা রাজনীতির ময়দানে আসা নতুন দলের নেতারা হয়তো জানেন না , তবে তাদের অভিভাবকরা তা জানেন ।
দমন-নিপীড়ন ও ফ্যসিবাদ মোকাবেলা করে বিএনপি শহীদ জিয়ার সেই রাজনীতি বহন করে চলেছে সাহসের সাথে ।
তিনি বলেন , নতুন দলের নেতারা রাজনীতির নতুন বন্দোবস্তের কথা বললেও পুরাতন বন্দোবস্তের আদলে বয়ান দিয়ে উত্তেজনা সৃষ্টি করতে চাচ্ছেন । বিএনপি গণ অভ্যুত্থানসহ বিগত ১৫ বছরের শহীদের রক্তের ঋণ পরিশোধ করতে গণ অভ্যুত্থানের আকঙ্ক্ষা বাস্তবায়ন করতে দ্রুত সংস্কার ও বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে নির্বাচন চায় । নির্বাচিত সংসদ ও সরকার ছাড়া অভ্যুত্থানের আকঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব নয় । তিনি বলেন , শুধু আবেগ নয় , আবেগের সাথে ও যুক্তি দিয়ে রাজনীতিকে পরিশুদ্ধ করতে হয় ।
তিনি বলেন অন্তর্বর্তী সরকারের ভেতরে ও বাইরে থেকে যারা সংস্কার ও বিচার কাজে দীর্ঘায়িত ও জটিলতা সৃষ্টি করেছে , তারাই এক বছরে প্রত্যাশিত ও আকাঙ্ক্ষিত বাংলাদেশ না পাওয়ার কথা বলে দায় এড়াতে চাচ্ছে ।
নির্বাচনে যারা জনগণের সমর্থন পাবে না , তারা নির্বাচন চায় না । সেজন্য বিভিন্ন অজুহাত তুলে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় । লন্ডন বৈঠক এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশনার পর নির্বাচন বাধাগ্রস্ত করতে মহল বিশেষের পায়তারা বেড়ে গেছে । তিনি বলেন সকল ষড়যন্ত্রের জ্বাল ছিন্ন করে ইনশাআলাহ রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে । তিনি নেতাকর্মীদের প্রতি ঘরে ঘরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষের প্রচারণা শুরু করার আহবান জানান ।
যুগলী ইউনিয়ন বিএনপির আহবায়ক ক্বারী আবুল কাশেম এর সভাপতিত্বে ও সদস্য সচিব কৃষক আব্দুস সাত্তার এর সঞ্চালনায়। এসব সম্মেলনে অন্যান্যের মধ্যে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল , সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর , যুগ্ম আহবায়ক আলী আশরাফ , কাজী ফরিদ আহমেদ পলাশ , চেয়ারম্যন শফিকুর রহমান , সাবেক চেয়ারম্যন মোনায়েম হোসেন খান খোকন , বিএনপি নেতা অধ্যাপক মেহেবুবুর রহমান মুকুল ,অধ্যক্ষ আশরাফুল ইসলাম, শাজাহান মাহমুদ , রফিকুল ইসলাম , অ্যাডভোকেট আবুল কালাম আযাদ , রমজান আলী জহির , উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন , উপজেলা তাঁতী দলের আহবায়ক আকিকুল ইসলাম , বিএনপি নেতা আবদুল জলিল , মুকতাদির আহসান , আবু তালেব , জাহাংগীর আলম , হযরত আলী , সবুজ মিয়া , মো. শওকত প্র্রমুখ বক্তব্য রাখেন ।