ভালুকায় দুই শিশু সন্তানসহ মাকে জবাই করে হত্যা

ভালুকায় দুই শিশু সন্তানসহ মাকে জবাই করে হত্যা

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 
ময়মনসিংহের ভালুকা উপজেলায় দুই শিশু সন্তানসহ মাকে জবাই করে হত্যা করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে এ নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ মরদেহ তিনটি উদ্ধার করেছে।নিহতরা হলেন- রফিক উদ্দিনের স্ত্রী ময়না বেগম (২৫), কন্যা রাইসা (৪) ও পুত্র নীরব (২)।

পুলিশ জানায়, ভালুকার পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা রফিক উদ্দিনের স্ত্রী তার দুই শিশু সন্তান নিয়ে বসবাস করতেন। সোমবার (১৪ জুলাই) সকাল  ৮টায় স্থানীয় কোম্পানি থেকে নাইট ডিউটি শেষে  স্বামী রফিক উদ্দিন বাসায় ফিরে দেখে  বাসার বারান্দার গেটে তালা লাগানো।  অনেক ডাকাডাকির পর সারা না পেয়ে বাসার মালিক এবং তার স্ত্রীকে ডেকে আনেন। পরে বারান্দার দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন তার স্ত্রী ময়না,মেয়ের রাইসা বেগম ও ছেলে নিরবকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহতদের লাশ গুলো খাটের উপর পড়ে রয়েছে।   খবর পেয়ে পুলিশ ঘর থেকে রফিক উদ্দিনের স্ত্রী ময়না বেগম, তার দুই সন্তান রাইসা ও নীরবের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও রক্তমাখা একটি বিছানার চাদর জব্দ করেছে। এদিকে ঘটনার পর পাশে ঘরে থাকা নিহতের দেবর নজরুল ইসলাম পলাতক রয়েছে। রফিকুল ইসলাম নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার সেনের বাজার গ্রামের সন্তু মিয়ার ছেলে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনাস্থল থেকে গলাকাটা অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে কীভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।’

এনায়েতুর রহমান

LATEST POSTS