গোপালগঞ্জে কারফিউ’র মেয়াদ বাড়ানো হয়েছে

গোপালগঞ্জে কারফিউ’র মেয়াদ বাড়ানো হয়েছে

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ
গোপালগঞ্জে চলমান কারফিউ’র মেয়াদ বাড়ানো হয়েছে। আগামীকাল দুপুর ১১ টা পর্যন্ত কারফিউ চলবে। মাঝে তিনি ঘণ্টা বিরতি দিয়ে বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফের কারফিউ চলবে। বিকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
এর আগে গতকাল বুধবার রাত আটটা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। বৃহস্পতিবার জাতীয় নাগরিক পার্টির সমাবেশে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলা ও পরবর্তী সংঘর্ষের জেরে গোপালগঞ্জে কারফিউ জারির সিদ্ধান্ত হয়। হামলা-সংঘর্ষের ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে।

LATEST POSTS