ন্টাফ রিপোর্টার , বিএমটিভি নিউজঃ
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ২০২৪ সালের ১৯ জুলাই বুকে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়ে ছিলেন সাগর। এ উপলক্ষে আজ শনিবার বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ রেদোয়ান হাসান সাগরকে শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ করেছে ময়মনসিংহবাসী।
তার প্রথম মৃত্যুবার্ষিকীতে শনিবার সকালে নগরীর সিকে ঘোষ রোড মহিলা কলেজের সামনে নির্মিত শহীদ সাগর চত্ত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার।
পরে একে একে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজি আখতার উল আলম, ময়মনসিংহ সিটি করপোরেশন, জেলা পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠন, আহত জুলাই যোদ্ধাদের সংগঠন ২৪ জুলাইযোদ্ধাদের সংগঠনের আহবায়ক আল আমিন ও সদস্য সচিব শ্রাবণসহ সকল নেতৃবৃন্দ, রাজনৈতিক দল ও নানা শ্রেণি-পেশার মানুষ। এর আগে শুক্রবার রাত বারোটা এক মিনিটে মহানগর বিএনপি ও ছাত্রদলের পক্ষ থেকে শহীদ সাগর চত্ত্বরে শ্রদ্ধা, মোমবাতি প্রজ্জ্বলন ও দোয়া করা হয়।
রেদোয়ান হোসেন সাগর (২৪) নগরের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার আসাদুজ্জামান মিয়ার ছেলে। তিনি জেলার ফুলবাড়িয়া ডিগ্রি কলেজে সম্মান চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অসুস্থ স্বজনের খোঁজ-খবর নিয়ে বাসায় ফিরছিলেন সাগর।
পথে আওয়ামী লীগ ও বৈষম্যবিরোধী ছাত্রদের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে পড়ে বুক গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস বলেন, “১৯ জুলাই ময়মনসিংহের ইতিহাসে এক কালো দিন। সেদিন আমাদের ন্যায্য দাবির আন্দোলনকে দমাতে গিয়ে সাগরকে শহীদ করা হয়েছিল। “আমরা সাগরের রক্ত বৃথা যেতে দেব না। তার আত্মত্যাগ আমাদের বৈষম্যহীন সমাজ গড়ার লড়াইয়ে প্রেরণা যোগাবে।”
সাগরসহ গণঅভ্যুত্থান চলাকালে সব হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করারও তাগিদ দেন তিনি।
২০২৪ জুলাই আন্দোলনে আহত ও ওয়ারিয়র অফ জুলাই-এর সংঠনের আহবায়ক আল আমিনকে বলেন, ফ্যাসিস্ট সরকারকে হঠাতে গিয়ে আমার পা হাত হারাতে হয়েছে। জাতি আমাদেরকে স্মরণে রাখার জন্য আগামীতে আমরা জীবন দিতেও রাজি আছি, ইনকিলাব জিন্দাবাদ। সদস্য সচিব মেরাজ উদ্দিন শ্রাবণ বলেন, দেশের মানুষের জন্য পঙ্গ হয়েছি। প্রয়োজনে জীবন দিব তবু মানুষের অধিকার আদায়ে পিছ পা হব না।
###
মতিউল আলম