ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
‘যে কেউ ধানের শীষ নিয়া আসলেই তাকে ভোট দিয়ে দিবে এটা কিন্তু আমার মনে হয় না’_ বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ ( ৮) ঈশ্বরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সম্মানিত সদস্য শাহ্ নূরুল কবির শাহিন। সাবেক এই সাংসদের ৩০ সেকেন্ডের একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। যা নিয়ে দুইদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় বইছে। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
৩০ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে সাবেক সংসদ সদস্যকে বলতে শোনা গেছে, “যে কেউ ধানের শীষ নিয়া আসলেই তাকে ভোট দিয়ে দিবে এটা কিন্তু আমার মনে হয় না।” সুতরাং ২০০১ সালে আপনাদের দোয়ায়, আপনাদের চেষ্টায় ও কষ্টের ফলে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছিলেন। আমি পাঁচ বছর সংসদে কাজ করেছি, এখানের এমপি ছিলাম। পাঁচ বছরে আমি কি করেছি আর কি করিনি তা আপনাদের জানা আছে।
গত শনিবার (২৬ জুলাই) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার মাইজবাগ ইউনিয়নের লক্ষীগঞ্জ বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে এসব কথা বলেন শাহ্ নুরুল কবির শাহিন।
এদিকে সাবেক এমপির এমন বক্তব্যে চরম ক্ষোভ প্রকাশ করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বলছেন,’সাবেক এমপির এমন বক্তব্যের মানে হলো- যদি তিনি মনোনয়ন না পান তাহলে বিএনপির মনোনীত প্রার্থীকে তিনি ভোট দিবেন না, এমন কি সাধারণ মানুষকে ধানের শীষে ভোট না দেয়ার ইঙ্গিত দিয়েছেন”। এতে তিনি দলের সাথে আগেই বিদ্রোহ করে ফেললেন। এছাড়া তারেক রহমানকে হুমকি দিয়ে রাখলেন যে-সাবেক এমপিকে মনোনয়ন না দিলে তিনি বিএনপির পক্ষে কাজ করবেন না। উপজেলা বিএনপির নেতাকর্মীরা শাহ্ নূরল কবির শাহিনের প্রতি প্রশ্ন রেখে বলেন- বিএনপি থেকে মনোনয়ন না পেলে তিনি কোন দল থেকে নির্বাচন করবেন? সেটা জনগণকে একটু মেহেরবানি করে জানিয়ে দেন। তারা এও বলেন, সাবেক এমপি নিজেকে ছাড়া ধানের শীষে কখনোই ভোট দেননি।
এ ব্যাপারে জানতে চাইলে সাবেক সংসদ সদস্য শাহ্ নূরুল কবির শাহিন বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ভিডিও ক্লিপটি ছড়ানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের রাজনীতি করি। আমাদের নেতা তারেক রহমান যাকেই মনোনয়ন দিবেন আমরা তাকেই প্রতিষ্ঠিত করবো। কিন্তু সাবেক এমপির এমন বক্তব্য কোন ভাবেই মেনে যাওয়া যায় না। এমন বক্তব্য দলীয় ঐক্যকে বিনষ্ট করতে পারে। সাবকে এমপি জনশূন্য হয়ে এখন পাগলের মতো আবোলতাবোল কথা বলছেন। আমরা উনার এই মন্তব্যের ব্যাপারে জেলা নেতাদের অবগত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বলবো।
এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন,’ তিনি বিএনপির সাবেক একজন সংসদ সদস্য হয়ে এমন বক্তব্য দিতে পারেন না। এটা শুধু দলীয় ঐক্যকেই বিনষ্ট করে না, বরং তার রাজনৈতিক আদর্শ নিয়েও প্রশ্ন ওঠে। নির্বাচন
এবং মনোনয়ন ইস্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও আমাদের নেতা তারেক রহমান যে সিদ্ধান্ত দিবেন আমরা তাই মেনে নেব।