স্টাফ রিপোর্টার , বিএমটিভি নিউজঃ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন নির্বাচন যতই বিলম্ব হবে , ফ্যসিবাদ ও আধিপত্যবাদী শক্তি ততই ষড়যন্ত্রের জাল বিস্তার করবে । তিনি বলেন সরকার , রাষ্ট্রীয় শক্তি ,রাজনৈতিক দল ও জনগন ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্র নস্যাত হয়ে যাবে । তিনি বলেন বিএনপির কাছে সবার উপরে বাংলাদেশ । জনগণই বিএনপির ক্ষমতার উৎস। মুক্তিযুদ্ধ বিএনপির প্রেরণার বাতিঘর । ৯০ ও ২৪ এর গণ অভ্যুত্থান বিএনপির অহংকার । এসকল প্রেরণা , চেতনা , অহঙ্কার , আকাঙ্ক্ষা বুকে ধারণ করে বিএনপি নতুন বাংলাদেশ বিনির্মাণে অকুতোভয় সৈনিকের মতো এগিয়ে যাবে ।
তিনি আজ বিকেলে ময়মনসিংহ টাউন হল মাঠে বিএনপির জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে ময়মনসিংহ বিভাগীয় গ্রাফিতি অঙ্কণ ও গণ সংগীত কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । এর আগে তিনিসহ বিএনপি নেতৃবৃন্দ মহানগরের বিভিন্ন সড়কে বিএনপির গ্রাফিতি অংকন পরিদর্শণ করেন । সরকারের প্রতি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার আহবান জানিয়ে ফ্যসিবাদের যড়যন্ত্র থাকবেই , ঐক্যবদ্ধভাবে সব যড়যন্ত্র মোকাবেলা করে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ণ করতে হবে । তিনি বলেন বিএনপি হাজারও শহীদদের রক্ত ছুয়ে শপথ নিয়ে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বুকে ধারণ করেছে । রক্তের আখরে লেখা এই আকাঙ্ক্ষা বিএনপি নস্যাত হতে দেবে না ।
ময়মনসিংহ মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার এর সঞ্চালনায় গণসংগীত এর ফাঁকে ফাঁকে জুলাই আন্দোলনে ময়মনসিংহের শহীদ সাগর এর বাবা আনিসুজ্জামান, বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম , সহ সাংগঠনিক সম্পাদক এড. ওয়ারেস আলী মামুন , আবু ওয়াহাব আকন্দ , ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু , উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ , নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডা. আনোয়রুল হক , সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী , মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী প্রমুখ বক্তব্য রাখেন ।
অনুষ্ঠানে শিল্পীরা জনপ্রিয় গণ সংগীত ও দেশাত্মক বোধক সংগীত পরিবেশন করেন ।