জুলাই আন্দোলনে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে যারা সন্ত্রাসী চাঁদাবাজি করবে, আমরা তা হতে দিব না- ময়মনসিংহে নাহিদ

জুলাই আন্দোলনে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে যারা সন্ত্রাসী চাঁদাবাজি করবে, আমরা তা হতে দিব না- ময়মনসিংহে নাহিদ

BMTV Desk No Comments

মতিউল আলম ও এনায়েতুর রহমান 

ময়মনসিংহে জুলাই পদযাত্রা ও সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা কৃষকের সন্তান, আমরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে কোন চাকুরি পাই না। এজন্য আমরা গত বছর জুলাইয়ে আন্দোলন করে ফ্যসিস্ট সরকারের পতন ঘটিয়েছি। ময়মনসিংহ বিভাগে জুলাই আন্দোলনে ৪১ জন জীবন দিয়েছেন। জুলাই আন্দোলনে ময়মনসিংহ উত্তাল ছিলো। ময়মনসিংহ বিভাগ সবচেয়ে বেশি অবহেলিত। ময়মনসিংহের যারা গার্মেন্সে চাকুরী করে, আন্দোলনের সময় তারা ঢাকা গাজীপুরে ছাত্রদের পাশাপাশি থেকে বুক পেতে গুলি খেয়েছেন। তাদের রক্তের বিনিময়ে এই দেশ স্বৈরাচারের হাত থেকে আমরা মুক্ত করেছি। তাদের রক্তের উপর দাঁড়িয়ে যারা সন্ত্রাসী চাঁদাবাজি করবে, আমরা তা হতে দিব না। আমরা পরিকল্পনা মাফিক উন্নয়ন করতে চাই। আমরা নিরপেক্ষ বিচার বিভাগ, নিরপেক্ষ পুলিশ চাই।

আজ  সোমবার বিকালে বৃষ্টিকে উপেক্ষা করে ময়মনসিংহ টাউন হল চত্বরে নেতাকর্মীরা সমবেত হয়। সেখান পদযাত্রা শুরু হয়ে ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ সাগর চত্বরে যায় সেখানে পুষ্পস্তবক অপর্ন শেষে সিকে ঘোষ রোড, গাঙ্গিনারপাড় হয়ে টাউন হল চত্বরে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন।

ময়মনসিংহে জুলাই পদযাত্রা ও সমাবেশ উপলক্ষে ময়মনসিংহে আগমনের পর ময়মনসিংহ প্রবেশ করে শুরুতেই বীর শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন জুলাই বিপ্লবের এক দফার ঘোষক এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও নেতৃবৃন্দ। এসময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিনাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম মহাসচিব নাসিরুদ্দীন পাটোয়ারী, ডাঃ তাসনিম জারা, সামান্তা শারমিন সহ কেন্দ্রীয় কমিটির অন্যান্যরা তার সাথে ছিলেন।
দক্ষিনাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন যারা চাঁদাবাজি করবেন তাদের আমাদের দলে দরকার নাই। দলে ধান্ধাবাজ, চাঁদাবাজদের দরকার নাই। আমাদের লাখ লাখ নেতাকর্মীর দরকার নাই। আমরা আগে নিজের ঘর ঠিক করতে চাই। দলকে শক্তিশালী করতে চাই। ##

মতিউল আলম