নান্দাইলে বন্ধুর বাসায় বন্ধু খুন দুজনের বিরুদ্ধেই ছিল অটো চুরির অপবাদ

নান্দাইলে বন্ধুর বাসায় বন্ধু খুন দুজনের বিরুদ্ধেই ছিল অটো চুরির অপবাদ

July 30, 2025 10 Views

মোঃ রফিকুল ইসলাম খোকন নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে বন্ধুর বাসায় খুন হওয়ার ঘটনা ঘটেছে। নিহত রিয়াদ (২৫) পৌরসভার পোড়াবাড়িয়া মহল্লার আব্দুল লতিফের পুত্র। ৩০ জুলাই বুধবার সকালে উপজেলার আচারগাঁও ইউনিয়নের গারুয়া গ্রামের ভাটুয়া পাড়ার বন্ধু নাদিমের বসত ঘর থেকে নিহত রিয়াদের লাশ উদ্ধার করে নান্দাইল মডেল থানা পুলিশ। ঘটনার পর সকাল থেকেই নাদিমের পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, কয়েকদিন আগে পোড়াবাড়িয়া গ্রামের জনৈক হানিফ মিয়ার একটি অটোরিক্সা নিজ বাড়ি থেকে চুরি হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ২৯ জুলাই মঙ্গলবার দুপুরে হানিফের লোকজন রিয়াদকে আটক করে। আটকের পর সালিশ দরবারে আটক রিয়াদ হানিফের অটোরিক্সা চুরি করেছে বলে স্বীকারোক্তি দেয় এবং এই চুরির সাথে গারুয়া ভাটুয়াপাড়া গ্রামের নাদিম মিয়াও জড়িত ছিল বলে জানায়। তাৎক্ষনিক মাতাব্বরগণ তাদের লোকদের দিয়ে নাদিমকে তাঁর এলাকা থেকে আটক করে সালিশী বৈঠকে উপস্থিত করা হয়। খবর পেয়ে নাদিমের মা ময়না বেগম সালিশ স্থলে গিয়ে অটোরিক্সার টাকা ফেরত দেয়ার শর্তে রিয়াদ ও নাদিমকে মুক্ত করে নিয়ে আসে। ওইদিন রাতে রিয়াদ নাদিমের বাড়িতে থেকে যায়। পরদিন সকালে স্থানীয় লোকজন ঘরের বাহিরে রক্তের প্রবাহ দেখে নাদিমের ঘরে রিয়াদের ক্ষত-বিক্ষত লাশ দেখতে পায়। উল্লেখ্য রিয়াদ ও নাদিম তারা একে অপরের বন্ধু ছিল। নান্দাইল মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে বুধবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) মুজাহিদ ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার তদন্ত চলছে ও খুনীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে। ###

সাম্প্রতিক