স্টাফ রিপোর্টার , বিএমটিভি নিউজঃ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন , বিএনপি শক্তিশালী হলে দেশ ও গণতন্ত্র শক্তিশালী হবে । বিএনপিকে গণ মানূষের শক্তিশালী সংগঠনে পরিণত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
টিআইন আজ বুধবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের দলীয় সদস্য পদ নবায়ন এবং নতুন প্রাথমিক সদস্য অন্তর্ভুক্তি কার্যক্রম আনুষ্ঠনিক উদ্বোধনকালে এসব কথা বলেন ।
অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন ফ্যাসিবাদ মুক্ত পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপিকে অধিকতর শক্তিশালী করতে হবে । তিনি বলেন বলেন , আওয়ামী লীগ আধিপত্যবাদী শক্তির ক্রীড়ানক হয়ে বিএনপিকে ধ্বংস করে গণতন্ত্র ধ্বংস ও দেশকে দুর্বল করতে চেয়েছিল । জনগণ তা ব্যর্থ করে দিয়েছে । তিনি সকল শ্রেণী পেশার মানুষকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন , আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার যে সংগ্রাম শুরু হবে , সে কাফেলায় সংযুক্ত হতে সকলকে প্রস্তুত থাকতে হবে । তিনি বলেন রাজনীতির গতানুগতিক ধারার পরিবর্তন করতে হবে জনগণের আকাঙক্ষা ধারণ করে । বিএনপি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে । সেজন্যই রাস্ট্র সংস্কারে ৩১ দফা দিয়েছে এবং এখনও ছাড় দিয়ে যাচ্ছে । তিনি বলেন , আওয়ামী দোসর , দুর্নীতিবাজ , লুটেরাসহ সমাজ বিরোধী কাউকে বিএনপির সদস্যপদ দেয়া যাবে না । বিএনপির কেউ এসব অনৈতিক কাজে জড়িত হলে তার ঠিকানাও বিএনপিতে হবে না । তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন , কারোর শরীরে কলংকের কালি যেনো না লাগে , সে দিকে দৃষ্টি দিতে হবে ।
হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর ও পৌর বিএনপির সদস্য সচিব আবদুল আজিজ খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ , ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম , যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার , হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আশরাফ , পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর আলম বিপ্লব বক্তব্য রাখেন ।
নতুন সদস্যদের মধ্যে ট্রাইবাল এসোসিয়েশন অব্ হালুয়াঘাটের চেয়ারম্যন সুব্রত রেমা ও হালুয়াঘাট মহিলা কলেজের প্রভাষক সিদ্দিকুর রহমান বক্তব্য রাখেন ।
অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের ১ নং ওয়ার্ড থেকে তার দলীয় প্রাথমিক সদস্যপদ নবায়ন করেন । উপজেলার নেতৃবৃন্দ স্ব স্ব ইউনিয়ণ ও ওয়ার্ড থেকে তাদের দলীয় প্রাথমিক সদস্যপদ নবায়ন করেন ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন ইউনিয়ণ ও ওয়ার্ড থেকে মুক্তিযোদ্ধা ,ব্যবসায়ী, শিক্ষক, কৃষক রিকসাচালক, গৃহবধু , মসজিদের ইমাম, হিন্দু , গারো , চাকুরিজীবী বিএনপির নতুন সদস্যপদ গ্রহণ করেন ।