ছাত্র জনতার গণঅভ্যুত্থাণের মধ্যদিয়ে আমরা ফ্যাসিবাদ বিদায় করেছি — এস এম জিলানী

ছাত্র জনতার গণঅভ্যুত্থাণের মধ্যদিয়ে আমরা ফ্যাসিবাদ বিদায় করেছি — এস এম জিলানী

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম জিলানী বলেন,ছাত্র জনতার গণঅভ্যুত্থাণের মধ্যদিয়ে আমরা ফ্যাসিবাদ বিদায় করতে পেরেছি। নানাভাবে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। যারা ধর্মের নামে বেহেস্তের টিকিট বিক্রি করছেন, তারাই এসবের সঙ্গে জড়িত। ওরা মুনাফেক। মুনাফেক থেকে দূরে থাকতে হবে, সর্তক থাকতে হবে। নিজের মধ্যে মতভেদ বা ভুল বুঝাবুঝি থাকলে তা কমিয়ে নিয়ে আসুন। ঐক্যবদ্ধভাবে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে সাম্য ও মানবিক বাংলাদেশ বির্নিমাণে কাজ করতে হবে। এমন কাজ করা যাবে না, যাতে দলের দুর্নাম হয়।

শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস.এম জিলানী আরও বলেন, যারা বেহেস্তের টিকিট বিক্রি করে, তারা বলে- বিএনপি শুধু নির্বাচন চায়, সংস্কার চায় না। কিন্তু তারা সংস্কার নিয়ে কথা বলছে ৫ আগস্টের পর। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংস্কারের ঘোষনা দিয়েছেন ফ্যাসিবাদের সময়ে ২০২২-২৩ সালে। নির্বাচন চাওয়া বিএনপির অন্যায় কিছু না। কিন্তু ওরা এমনভাবে বলে- যেন নির্বাচন চাওয়া আমাদের হক না।

সভায় সংগঠনের নেতাকর্মীদের ফেইসবুকে সোচ্চার হওয়ার আহবান জানিয়ে এস.এম জিলানী আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওরা মিথ্যা প্রচার করে আমাদের দুর্নাম করছে। তাদের মিথ্যাচারের জবাব দিতে হবে। ওরা মিথ্যা বললে আমরা সত্য বলব। বিজয় আমাদেরই হবে, ইনশাল্লাহ।

বিগত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থাণের মধ্যদিয়ে আমরা ফ্যাসিবাদ বিদায় করতে পেরেছি। কিন্তু এখনো দেশে গণতন্ত্র ফিরে আসেনি। এরই মাঝে সারাদেশে কিছু অনাকাঙ্খিত ঘটনায় আমাদের সংগঠনের অনেক নেতাকর্মী বহিস্কার হয়েছে। এটা আমাদের জন্য কষ্ঠদায়ক। মনে রাখবেন ৫ আগস্টের পর আমাদের দলে অনেক নতুন লোক এসেছে। কিন্তু নতুনদের ভীড়ে যেন গত ১৭ বছরের নির্যাতিতরা হারিয়ে না যায়। নতুনদের স্বাগত জানাই কিন্তু তারা আপনাকে বিপথগামী করতে পারে, তাই সর্তক থাকুন।

সভায় দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহীদুল আমিন খসরুর সভাপতিত্বে এবং সদস্য সচিব সোহেল খানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ, মুর্তজা বশীর আপেল, সহ-সাধারন সম্পাদক প্রকৌশলী সাহাবুদ্দিন সাবু।

এর আগে এদিন বিকালে উত্তর জেলা এবং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের সঙ্গে পৃথক পৃথকভাবে মতবিনিময় সভা করেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এতে সাংগঠনিক কর্মকান্ড বিষয়ে বর্তমান ও ভবিষ্যত দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় সংগঠনের তৃনমূল পর্যায়ের সকলেই উপস্থিত ছিলেন।

পৃথক সভায় সভাপতিত্ব এবং সঞ্চালনা করেন ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুল ইসলাম ফয়সাল, সদস্য সচিব জি.এস মাহাবুব, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল এবং সদস্য সচিব মহিবুল হক টুটুল প্রমূখ।

এনায়েতুর রহমান