জুলাই পূর্ণজাগরণে ময়মনসিংহ রিক্সা র‌্যালি

জুলাই পূর্ণজাগরণে ময়মনসিংহ রিক্সা র‌্যালি

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে ব্যতিক্রমী রিকশা র‌্যালি অনুষ্ঠিত হয়েেছ। র‌্যালিতে রিকশাগুলোকে বিশেষভাবে সজ্জিত করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ময়মনসিংহ যুব উন্নয়ন অধিদপ্তর র‌্যালিটি আয়োজন করে।

রবিবার (৩ আগষ্ট ) দুপুরে জেলা প্রসাশকের কার্যালয় থেকে রিকশা র‌্যালি শুরু হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। ময়মনসিংহে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এই রিকশা র‌্যালি অনুষ্ঠিত হয়।

জুলাই পূর্ণজাগরণ র‌্যালিতে উপস্থিত ছিলেন মুফিদুল আলম, জেলা প্রশাসন ময়মনসিংহ, পুলিশ সুপার কাজী আখতার উল আলম।##