চেক জালিয়াতি মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত নামধারী বিএনপি নেতা গ্রেপ্তার

চেক জালিয়াতি মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত নামধারী বিএনপি নেতা গ্রেপ্তার

BMTV Desk No Comments

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চেক জালিয়াতি মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি নামধারী বিএনপি নেতা মো. হাবিবুল আলম রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট ২০২৫) দুপুরে তাকে কোর্টে প্রেরণ করে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ। এর আগে বৃহস্পতিবার আনুমানিক রাতে রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে রতনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার রতনের বাড়ি ঈশ্বরগঞ্জের তারুন্দিয়া ইউনিয়নের গাবরবোয়ালী গ্রামে। সে ওই গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, চেক জালিয়াতি মামলায় আদালতের ৬ মাসের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি ওয়ারেন্টভুক্ত আসামি হাবিবুল আলম রতন দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি বলেন,’ উপজেলার বিএনপির আহবায়ক কমিটিতে হাবিবুল আলম রতনের নাম থাকলেও দলীয় কোনো পরিচিতি সভা বা কোনো মিটিংয়ে অনুপস্থিত ও সাংগঠনিক কোন কাজে সম্পৃক্তা না থাকায় আমরা ধরে নিয়েছি আমাদের সাথে তার সম্পৃক্ততা নেই। সে একজন নামধারী নেতা। ইতোপূর্বে রতনের বিরুদ্ধে অনেক প্রতারণামূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ আমাদের কাছেও এসেছে। জেলা নেতাদের সাথে কথা বলে এবং উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যদের সাথে আলোচনা সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বলেন, রতনকে চেক জালিয়াতি মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টমূলে তাকে ঢাকার বাড্ডা থানা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *