নান্দাইলে সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

নান্দাইলে সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

BMTV Desk No Comments

মোঃ রফিকুল ইসলাম খোকন নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইলে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের সর্বোচ্চ drশাস্তি ফাঁসির দাবী সহ সাংবাদিকদের সুরক্ষা আইন প্রণয়নের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ৯ আগষ্ট শনিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামছ-ই-তাবরীজ রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, হান্নান মাহমুদ, অধ্যাপক অরবিন্দ পাল অখিল, কালের কণ্ঠের ময়মনসিংহ জেলা প্রতিনিধি আলম ফরাজী, মোখলেছুর রহমান, আহসান মাহমুদ কাদের, জহিরুল ইসলাম লিটন, এ হান্নান আল আজাদ প্রমুখ। বক্তারা সাংবাদিক তুহিন হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানিয়ে অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তায় সুরক্ষা আইন প্রণয়নের জন্য সরকারের প্রধান উপদেষ্টার প্রতি জোর আহ্বান জানান। এ ছাড়া আগামী ৩০ কর্মদিবসের মধ্যে সাংবাদিক তুহিন হত্যার বিচার না হলে সারাদেশে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে বক্তারা জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদর প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এ সময় নান্দাইলে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।###

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *