স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন ,তারেক রহমান গণ মানূষের নেতা , বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী । তিনি অতিশীঘ্রই জনগণের মাঝে ফিরে আসছেন ।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদ নিয়ে তারেক রহমান শহীদের রক্তঋণ পরিশোধ ও গণ অভ্যুত্থনের আকাংক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সাম্য ও মানবিকতার নতুন বাংলাদেশ গড়ে তুলবেন ।
এমরান সালেহ প্রিন্স আজ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর মাদরাসা মাঠে বিগত গণ অভ্যুত্থানে নিহত গামারীতলা ইউনিয়নের দড়িপাড়া গ্রাম নিবাসী শহীদ হাফেজ মাজেদুল ইসলমের প্রথম শাহদাৎ বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা ছত্রদল আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাফিলে প্রধান অতিথির বক্তব্য রখছিলেন ।তিনি শহীদ মাজেদুলের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করে স্বান্তনা দেন । উল্লেখ্য, গণঅভ্যুত্থান চলাকালে গত বছর ৫ আগস্ট ঢাকার উত্তরায় আজমপুরে পুলিশের গুলিবিদ্ধ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১০ আগস্ট ইন্তেকাল করেন ।
শহীদ হাফেজ মাজেদুল ইসলমের স্মরণ সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, তারেক রহমান ইতিমধ্যে তাঁর ইতিবাচক ও গণমুখী রাজনৈতিক কর্মসূচীর কারণে জনগণের তো বটেই , গণতান্ত্রিক বিশ্বেরও দৃষ্টি আকর্ষণ করেছেন । তিনি বলেন , তারেক রহমান রাস্ট্র ও রাজনীতির ইতিবাচক পরিবর্তন চান । তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলে রাস্ট্র, রাজনীতি ও জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটবে । তিনি বলেন , তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে জনগণের সেবক হয়ে কাজ করবে, শাসক বা শোষক হিসেবে নয় । তিনি বলেন শহীদ হাফেজ মাজেদুল ইসলামসহ শহীদদের হত্যাকারী হাসিনাসহ অন্যান্য খুনীদের বিচার বিএনপি নিশ্চিত করবে ।
তিনি বলেন, ছাত্র রাজনীতি বন্ধের দাবী শুধু বিস্ময়কর নয় , রহস্যজনক এবং ষড়যন্ত্রমূলক । তিনি বলেন , আমাদের ছাত্র রাজনীতির গৌরবজনক অধ্যায় রয়েছে । বায়ান্নর ভাষা আন্দোলন, বাষট্টির শিক্ষা আন্দোলন , ঊনসত্তুরের গণ অভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ , নব্বইয়ের গণ অভ্যুত্থান, চব্বিশের ছাত্র গণ অভ্যুত্থান ছাড়াও বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে ছাত্র রাজনীতি নিয়ামক ভূমিকা পালন করেছে । বিগত ১৫ বছর ফ্যসিবাদী শাসনে ছাত্র লীগ ছাত্র রাজনীতিতে যে কলঙ্কজনক ভুমিকা রেখেছে, তার জন্য ছাত্র রাজনীতি দায়ী নয় , দায়ী ছাত্র লীগ । একারণে অন্তর্বর্তী সরকার ছাত্র লীগকে নিষিদ্ধ করেছে । তাছাড়া গত বছর কোটা বিরোধী আন্দোলনে ছাত্র লিগের হত্যা, দমন নিপিড়নের জন্য ক্যাম্পাসে সাধারণ ছাত্ররা ছাত্র রাজনীতি বন্ধ করেছিল । এখন আর ছাত্র লীগ নাই । তাই ছাত্র রাজনীতি বন্ধ রাখারও সুযোগ নাই । মাঠ ব্যথার জন্য মাথা কেটে ফেলার নীতি আত্মহত্যার শামিল। ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য আলোচনা হতে পরে, একেবারে নিষিদ্ধ করা বিরাজনীতিকরণেরই নামান্তর ।
ধোবাউড়া উপজেলা ছাএদলের আহ্বায়ক জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশের সঞ্চালিনায় অনুষ্ঠিত স্মরণ সভায় শহীদ হাফেজ মাজেদুল ইসলমের পিতা আবদুল মান্নান , ভাই জালাল উদ্দিন , জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মফিজ উদ্দিন , উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল , সদস্য সচিব আনিসুর রহমান মনিক , ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী তানজিল চৌধুরী লিলি, সাধারণ সম্পাদিকা হোসনে আরা নিলু , উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন , যুগ্ম আহ্বায়ক ফরহাদ রব্বানী সুমন, আবদুল কুদ্দুস, হাবিবুর রহমান , আবদুল ওহায়েদ তালুকদার, হুমায়ূন কবীর সরকার, মাহবুবউল আলম বাবুল, আবদুল মোমেন শাহীন, গামারীতলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুস শহীদ, জেলা যুব দলের সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মাসউদ চৌধুরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব কামরুল হাসান দুলাল, ধোবাউড়া আদর্শ কলেজ ছাত্র দলের সদস্য সচিব মামুন হাসান ,উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ, মেহেদী মাসুদ,নাজমুল হুদা শাওন,ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মাসুদ রানা, সিনিয়র সহ সভাপতি রিয়াদুল ইসলাম রিয়াদ
এর আগে আজ সকালে এমরান সালেহ প্রিন্স ধোবাউড়া জেলা পরিষদ ডাক বাংলো মাঠে উপজেলা মহিলা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন । কর্মী সম্মেলনে পুস্পা নাহারকে সভানেত্রী ও তাহমিনা খাতুনকে সাধারণ সম্পাদিকা করে ৯ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয় । কর্মী সম্মেলনে জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা হোসনে আরা নিলুর সঞ্চালনায় বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও উত্তর জেলা মহিলা দলের সহ সভাপতি সালেহা আক্তার , সিনিয়র যুগ্ম সম্পাদক ফেরদৌসী জাহান সুপ্তি , সাংগাঠনিক সম্পাদিকা রোকেয়া বেগম , সহ সাংগাঠনিক সম্পাদিকা তাহমিনা বেগম , সদস্য পুষ্পা নাহার প্রমুখ বক্তব্য রাখেন ।
মতিউল আলম