ত্রিশাল সমিতি’র আহবায়ক ডাঃ মতিউর ও সদস্য সচিব সাংবাদিক নজরুল

ত্রিশাল সমিতি’র আহবায়ক ডাঃ মতিউর ও সদস্য সচিব সাংবাদিক নজরুল

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

বিভাগীয় নগরী ময়মনসিংহে বসবাসরত ত্রিশাল উপজেলার বাসিন্দাদের নিয়ে গঠিত ত্রিশাল সমিতি’র নতুন আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল বিশিষ্ট চিকিৎসক স্পাইন ও ট্রমা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. মতিউর রহমানকে ত্রিশাল সমিতির নতুন আহবায়ক, নাসিরাবাদ কলেজের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আজহারুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার নজরুল ইসলামকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

ত্রিশাল উপজেলার সর্বজন শ্রদ্ধেয় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন খানের সভাপতিত্বে শুক্রবার (৮ আগস্ট) রাতে নগরীর বাঘমারা মোড়ে ট্রমা সেন্টার এন্ড স্পেশালাইজড হসপিটাল হল রুমে অনুষ্ঠিত
ত্রিশাল সমিতির এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৩ সদস্য বৈশিষ্ট্য এই আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

আহবায়ক কমিটির অন্যান্য সদস্যগণ হলেন- বিগত কমিটির সাধারণ সম্পাদক কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম মোঃ হযরত আলী, ময়মনসিংহ মুসলিম ইনস্টিটিউটের সম্পাদক অধ্যাপক কামরুল হোসেন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, এবি সিদ্দিক, মোখলেছুর রহমান সাংবাদিক, বিগত কমিটির কোষাধ্যক্ষ প্রকৌশলী মোঃ শাহজাহান, অধ্যাপক মোঃ আবুল বাশার, আব্দুল মালেক, আমিনুল ইসলাম খোকন, মোঃ বদিউজ্জামার হারুন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *