ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মাওলানা মাদানী পাকিস্তান থেকে কোরআনে হাফেজ হন এবং পরবর্তীতে সৌদি আরবের মদীনা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৬ সালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে প্রথমবার ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বিকেল ৩টায় তার নিজ গ্রাম সদর ইউনিয়নের চক পাঁচপাড়া মাদ্রাসা ও কারিগরি কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।