স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের তারাকান্দা ও মুক্তাগাছায় পৃথক ঘটনায় দুজনকে হত্যার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ আগস্ট) দুপুরে তারাকান্দা উপজেলার বালিখা ইউনিয়নের পশ্চিম মালিডাঙ্গা গ্রামে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তারাকান্দা উপজেলার বালিখা ইউনিয়নের পশ্চিম মালিডাঙ্গা গ্রামের মো. ইকবাল হোসেনের ছেলে মো. সোহাগ মিয়া (২৩) ও মুক্তাগাছা উপজেলার মানকোন ইউনিয়নের বোড ঘর মোড় এলাকার মো. ফরহাদ হোসেনের ছেলে মো. ফাহিম (৩০)।
নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগের সঙ্গে তার চাচাতো ভাইদের জমি নিয়ে বিরোধ চলছিল। দুপুরে সোহাগের পক্ষের লোকজন বিরোধপূর্ণ জমিতে থাকা গাছ থেকে সুপারি পাড়তে গেলে চাচাতো ভাইরা বাধা দেন। এসময় দুই পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন সোহাগ।
মতিউল আলম