এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা বাড়ানো নিয়ে শিক্ষা উপদেষ্টা সঙ্গে  বৈঠক দাবি পূরণ না হলে ১৪ সেপ্টেম্বর থেকে আন্দোলনে যাবে শিক্ষকরা

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা বাড়ানো নিয়ে শিক্ষা উপদেষ্টা সঙ্গে  বৈঠক দাবি পূরণ না হলে ১৪ সেপ্টেম্বর থেকে আন্দোলনে যাবে শিক্ষকরা

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা নিয়ে সুখবর দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। শিক্ষকদের দাবির প্রেক্ষিতে দু-একদিনের মধ্যে মন্ত্রণালয়ে এ বিষয়ে প্রস্তাবনা পাঠাতে বলা হয়েছে। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় সেগুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা।বুধবার বিকেলে শিক্ষা উপদেষ্টা সঙ্গে বৈঠক শেষে জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকদের প্রতিনিধিদল ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে।

বৈঠকে সরকার বাড়ি ভাড়া ১ হাজার টাকা বাড়াতে চেয়েছে কিন্তু শিক্ষকরা বলেছেন ২০ শতাংশ হলেও বাড়াতে হবে বলে দাবি তোলেন। শিক্ষকরা শতাংশ হারে বাড়াতে হবে। এ ছাড়াও দাবি পূরণ না হলে ১৪ সেপ্টেম্বর থেকে একগুচ্ছ কর্মসূচিতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা নিয়ে সুখবর দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার।

শিক্ষকদের দাবির প্রেক্ষিতে দু-একদিনের মধ্যে মন্ত্রণালয়ে এ বিষয়ে প্রস্তাবনা পাঠাতে বলা হয়েছে। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় সেগুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা।
বুধবার বিকেলে শিক্ষা উপদেষ্টা সঙ্গে বৈঠক শেষে জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকদের প্রতিনিধিদল ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে।

বৈঠকে সরকার বাড়ি ভাড়া ১ হাজার টাকা বাড়াতে চেয়েছে কিন্তু শিক্ষকরা বলেছেন ২০ শতাংশ হলেও বাড়াতে হবে বলে দাবি তোলেন। শিক্ষকরা শতাংশ হারে বাড়াতে হবে। এ ছাড়াও দাবি পূরণ না হলে ১৪ সেপ্টেম্বর থেকে একগুচ্ছ কর্মসূচিতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা।তারা জানান, ১৪ সেপ্টেম্বর সারা বাংলাদেশের সব এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধদিবস কর্ম বিরতি পালিত হবে। ১৫ ও ১৬ সেপ্টেম্বর সারা বাংলাদেশের সব এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণ দিবস কর্ম বিরতি পালিত হবে। কর্ম বিরতির ব্যাপারে জনমত গঠনের লক্ষ্যে বিভাগীয় শহরগুলোতে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি পালিত হবে।এর আগে জাতীয়করণ প্রত্যাশীদের সঙ্গে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার এবং উপসচিব এম জেড মোর্শেদ বৈঠকে বসেন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ দাবিতে শিক্ষকদের ১০ সদস্যের প্রতিনিধিদল শিক্ষা মন্ত্রণালয়ে যান। প্রতিনিধিদলে ছিলেন, অধ্যক্ষ মাইনুদ্দীন আহমেদ, অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি, মো. রফিকুল ইসলাম, জহিরুল ইসলাম, মো. আবু তালেব সোহাগ, আবুল বাশার, শান্ত ইসলাম, মিজানুর রহমান, জাহাঙ্গীর হোসেন, হাবিবুল্লাহ রাজু। পুলিশের মধ্যস্থতায় তারা মন্ত্রণালয়ে যান। এর আগে, এদিন সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ শুরু হয়।

‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট’-এর ব্যানারে আয়োজিত এ মহাসমাবেশে যোগ দিতে দেশের ৬৪ জেলা থেকে এরই মধ্যে ঢাকায় এসেছেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা।

জাতীয়করণপ্রত্যাশী জোটের নেতারা জানান, মহাসমাবেশ সফল করতে প্রতিটি বিভাগে ৮ জন করে শিক্ষককে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। বিভাগীয় সমন্বয়করা জেলা ও জেলার সমন্বয়করা উপজেলা পর্যায়ে সমন্বয়ক মনোনীত করে দিয়েছেন। সমাবেশে শিক্ষকদের নির্বিঘ্নে আসা এবং বাড়ি ফেরা নিশ্চিত করতে আগেভাগেই বাস রিজার্ভ করে রাখা হচ্ছে।
কোনো কোনো উপজেলা থেকে একাধিক বাস রিজার্ভ করে রাখা হচ্ছে। সমাবেশে আসা শিক্ষকদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ৩০০ স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন বলেও জানান তারা।

খোঁজ নিয়ে জানা যায়, জাতীয়করণসহ বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা। তাদের অভিযোগ- বারবার আলোচনা, টেবিল কনফারেন্স, সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেও পূর্ববর্তী সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এমনকি জাতীয় প্রেস ক্লাবের সামনে ৪৪ দিনব্যাপী অবস্থান কর্মসূচি করার পরও দাবি উপেক্ষিত থাকে।

জাতীয়করণ, বিভিন্ন ভাতা বৃদ্ধিসহ সব দাবি-দাওয়া আদায়ে এবার তারা ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন। এতে অংশ নিতে দেশের ৬৪ জেলার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা ঢাকায় আসছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *