মালয়েশিয়া সফরকে “দারুণ এবং খুবই সফল” বলে আখ্যায়িত করেছেন- ড. মুহাম্মদ ইউনূস

মালয়েশিয়া সফরকে “দারুণ এবং খুবই সফল” বলে আখ্যায়িত করেছেন- ড. মুহাম্মদ ইউনূস

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সম্প্রতি মালয়েশিয়া সফরকে “দারুণ এবং খুবই সফল” বলে আখ্যায়িত করেছেন। মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।মুহাম্মদ ইউনূস বলেন, এই সফরে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতা এবং ব্যবসায়ীদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছেন, যা দুই দেশের সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যাবে।

তিন দিনের (১১-১৩ আগস্ট) রাষ্ট্রীয় এই সফরে ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন খাতের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন। তিনি বারনামাকে আরো বলেছেন, “আমাদের সফরটি ছিল খুবই চমৎকার এবং আমি বলতেই পারি এটি খুবই সফল। আমরা এই সফরে অত্যন্ত আনন্দিত। আমরা যাদের সাথে দেখা করতে চেয়েছিলাম, তারা সবাই খুব আগ্রহ নিয়ে আমাদের সময় দিয়েছেন।”

সাক্ষাৎকারে তিনি গত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন, যা দেশের রাজনৈতিক অস্থিরতার পর জনগণের মধ্যে ব্যাপক মনোবল ফিরিয়ে এনেছিল। উল্লেখ করে ড. মুহাম্মদ ইউনূস বলেন, “আনোয়ারের সফর হয়েছিল আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়ে। তার উপস্থিতি বাংলাদেশের মানুষের কাছে আশা এবং অনুপ্রেরণার এক নতুন বার্তা নিয়ে এসেছিল।”নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শ্রম, শিক্ষা এবং অন্যান্য পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ১৯৭২ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে যে মজবুত সম্পর্ক গড়ে উঠেছে, এই সফর তার ওপর ভিত্তি করে ভবিষ্যতে আরও দৃঢ় হবে।

দেশটির সরকারি সংবাদ সংস্থা বারনামা আরো জানিয়েছে, মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং রপ্তানিকারক দেশ। ২০২৪ সালে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ১৩.৩৫ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ২.৯২ বিলিয়ন মার্কিন ডলার) অতিক্রম করেছে।

ড. ইউনূসের এই সফর দুই দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করছে বারনামা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *