ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
একটু বৃষ্টি হলেই ৩০০ পরিবার পানিবন্দী হয়ে যায়। প্রতি বর্ষা মৌসুমেই জলাবদ্ধতা তাদের নিত্য সঙ্গী। দীর্ঘ সাত বছর তাদের সমস্যা সমাধানে কেউ এগিয়ে আসেনি। দীর্ঘ দিনের সমস্যায় পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই কাদাযুক্ত পানি দিয়ে যাতায়াত করতে হয় লোকজন ও যানবাহনকে। কিন্তু গত সাত বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এলাকাটিতে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের পানান পূর্বপাড়া গ্রামের চৈয়রপুরী এলাকার ঘটনা এটি। অবশেষে তাদের দুঃখ গুছিয়ে দিলো উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
বৃহস্পতিবার বিকেলে জলাবদ্ধতা নিরসনে ব্যাক্তিগত সাড়ে তিন লাখ টাকায় ৬০০ ফুট পাইপ লাইন স্থাপনের উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম-আহ্বায়ক এ.কে.এম হারুন অর রশিদ, পৌর বিএনপির আহ্বায়ক নূরে আলম জিকু, জাটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলতাফ হোসেন প্রমুখ।
স্থানীয় বাসিন্দা সাবেক ইউপি সদস্য নজরুল হক বলেন, আমাদের এলাকার ১০০বাড়িঘরে পানি ওঠে। আমার বাড়িতেও পানি ওঠে। আর এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আশেপাশের আরও ৩০০ পরিবারের ভোগান্তি ছিলো। বিগত সাত বছরেও কোন জনপ্রতিনিধি আমাদের এই দুঃখ দেখেনি। আজ মাজেদ বাবু ভাই তার নিজস্ব অর্থায়নে জলাবদ্ধতা নিরসনে পাইপ লাইন স্থাপন করেছেন। আমরা এলাকাবাসী মাজেদ বাবু ভাইয়ের প্রতি চির কৃতজ্ঞ।
এবিষয়ে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, একটি গ্রামের এতগুলো মানুষ বর্ষা এলেই বছরের পর বছর পানিবন্দী জীবন যাপন করবে এমনটি হতে পারে না। বিষয়টি জানতে পেরে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র। আমি তখনই ভালো থাকব, যখন আমার ঈশ্বরগঞ্জের মানুষ ভালো থাকবে।