স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহ জেলার পূর্বধলায় কাকন মিয়া হত্যা মামলার এজাহারনামীয় আসামী মোঃ হুমায়ুন কবীরকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিএসসি ময়মনসিংহ। শনিবার দুপুরে বান্দরবান জেলার সদর থানাধীন উজানী পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ অভিযানে র্যাব-১৫, সিপিসি-৩, বান্দরবান ক্যাম্প সহযোগিতা করে।
এজাহার সূত্রে জানা যায়, নিহত কাকন মিয়া গৌরিপুর রেলওয়ে স্টেশনে পয়েন্ট ম্যান হিসেবে কর্মরত ছিলেন। গত ২ এপ্রিল স্থানীয় একটি বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ঝগড়ার জেরে বিরোধ তৈরি হয়। স্থানীয় সালিশে তা মীমাংসা হলেও বিবাদীরা ক্ষোভ পোষণ করে। ৬ আগস্ট রাতে কাকন মিয়া মাছ ধরে ফেরার পথে অতর্কিত হামলার শিকার হন। স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের দুলাভাই বাদী হয়ে ১২ আগস্ট পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক আসামীদের ধরতে তৎপরতা চালায়।
গ্রেফতারকৃত হুমায়ুন কবীরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার সামসুজ্জামান।