মোঃ রফিকুল ইসলাম খোকন নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি)র উপজেলা ও পৌর শাখার অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। ২২ আগষ্ট শুক্রবার বিকাল ৪টায় পৌরসভা সদরে নতুন বাজারস্থ কলেজ গেট সংলগ্ন এলাকায় দলীয় অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ১৫৩ ময়মনসিংহ – ৯ নান্দাইল আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনোয়ারুল মোমেন।(আরসিডিএস, পিএসসি, এসবিপি ও ওএসপি)
নান্দাইল উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক নোমানীর সভাপতিত্বে এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু তাহের সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনোয়ারুল মোমেন। এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, কৃষকদল নেতা কামরুজ্জামান খান গেনু, ইউপি মেম্বার গোলাপ মিয়া প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের দাবী নিয়ে বলেন, এই ৩১ দফার মাধ্যমে আইনের শাসন ও জনগণের মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। ৩১ দফা হলো জনগণের মুক্তি। বিএনপি ক্ষমতায় এলে কৃষকরা তাদের ন্যায্য অধিকার, বেকার নর-নারীদের কর্মসংস্থানের সৃষ্টি হবে, অর্থনৈতিক উন্নয়ন, ধর্মীয় স্বাধীনতা সহ রাস্তাঘাট ও স্বাস্থ্য সেবার উন্নয়ন হবে। কোন বৈষম্য থাকবে না। দলীয় দূর্নীতি এড়াতে সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে। কিন্তু বর্তমানে নান্দাইলে বিএনপি’র মধ্যে যে বিভক্তি রয়েছে, তা দূর করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যের মাধ্যমে আগামী নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত করে বিএনপি’র হাতকে শক্তিশালী করতে হবে।
এছাড়া তিনি আরও বলেন, যারা ৫ আগস্টের পর থেকে চাঁদাবাজি, সন্ত্রাসী ও অনৈতিক কর্মকান্ড করছেন, তাদের হাতে-পায়ে ধরে বলছি, করজোর অনুরোধ করে বলছি, আপনারা এ গুলো ত্যাগ করুন। বিএনপি’র আর্দশকে বজায় রেখে একজন সক্রিয় কর্মী হউন, নেতা নয়। আমাদের নেতা একমাত্র তারেক রহমান। আমরা সকলেই তাঁর কর্মী। পরিশেষে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
এ সময় উক্ত অনুষ্ঠানে নান্দাইলের ১টি পৌরসভা সহ ১৩টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।##