বিএমটিভি নিউজঃ
মিরর ম্যাগাজিনের ২৩-তম প্রকাশনা অনুষ্ঠান ও ভেনাস লেকভিউ সিটি, ২৩-তম সাউথ এশিয়ান বাংলাদেশ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ প্রদান অনুষ্ঠান ২৩ আগষ্ট ঢাকার তেজগাঁও লিঙ্ক রোর্ডের আলোকী কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। মিরর ওয়ালডের সিইও এবং বাংলাদেশ চায়না ক্লাবের সভাপতি মোঃ সাজাহান ভূইয়া রাজু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি তার স্বাগত বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ঢাকাস্থ ব্রুনাই দারুসসালামের হাই কমিশনার হাজী হারিস বিন ওসমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ হাফিজ ও এফবিবিসিআই এর মেম্বার মোঃ জাহাঙ্গীর সিকদার প্রমূখ। বক্তারা পেশাগত দক্ষতা অর্জনের জন্য সকল পেশাদারদের প্রতি আহবান জানান। বক্তারা আরও বলেন, সমাজে যার, যার অবস্থান থেকে নিজেদের দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক ভাবে অবদান রাখতে সবার প্রতি পরামর্শ দেন। অনুষ্ঠানে সামাজিক কার্যক্রমে অবদান রাখায় বিজনেস ক্যাটাগরীতে ৩০ জন এবং ওটিটি ক্যাটাগরীতে ৩৫ জন সহ মোট ৬৫ জনকে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়। পাবনার কৃতি সন্তান ঢাকাস্থ ইমপালস হাসপাতালের পরিচালক, দুবলিয়া গ্রামের সেকেন্দার-লুৎফা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিশিষ্ঠ চিকিৎক, সমাজ সেবক ডাঃ লুৎফুল কবীর খান দুলাল সামাজিক কার্যক্রমে অবদান ও পেশাগত দক্ষতায় বিজনেস ক্যাটাগরীতে সম্মাননা অর্জন করেছেন। এছাড়াও ঢাকার কনকর্ড রিয়েল এস্টেটের নির্বাহী পরিচালক মোঃ এনামূল হক বিজনেস ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেন। এক প্রশ্নের জবাবে সেকেন্দার-লুৎফা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা ও চেয়ারম্যান ডাঃ লুৎফুল কবীর খান দুলাল, কনকড রিয়েল এস্টেটের নির্বাহী পরিচালক মোঃ এনামূল হক এবং সম্মাননা প্রাপ্ত অন্য ব্যক্তিগন জানান, তাদেরকে নিজ, নিজ কর্ম ক্ষেত্রে সাফল্য অর্জনের স্বীকৃতি স্বরুপ সম্মাননা প্রদান করায় সংগঠন ও সংগঠনের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। অনুষ্ঠান শেষে ফ্যাসান শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে মিরর ম্যাগাজিন ও ভেনাস লেকভিউ সিটির কর্মকর্তা, কর্মচারী, নানা শ্রেণি পেশার মানুষ, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবি, সম্মাননা ক্রেস্ট প্রাপ্তগন ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন মিস বৃষ্টি।