স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহে ভাইয়ের সম্পত্তি বেদখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেন ছোট ভাই মজিবুর রহমান ও বোন সাহারা বানু।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে ময়মনসিংহ সদর উপজেলার চুড়খাই বড়বিলার পাড়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ছোট ভাই মজিবুর রহমান বলেন, আমার বড় ভাই এডভোকেট মোহাম্মদ আলী ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তার কোন ছেলে সন্তান না থাকায় মুসলিম পারিবারিক আইনে তার সম্পত্তিতে অংশীদার হই। কিন্তু গত পাঁচ বছর যাবত বড় ভাই মোহাম্মদ আলীর দ্বিতীয় স্ত্রীর আত্মীয় স্বজন প্রভাবশালী হওয়ায় আমার ও আমার ছোট বোন সাহারা বানু, মোহাম্মদ আলীর প্রথম স্ত্রী ও বড় মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করার জন্য বিভিন্ন অপকৌশল অবলম্বন করেন।
তিনি লিখিত বক্তব্যে আরও বলেন, খন্দকার মাহবুব ও তার ছোট ভাই আবু কায়সার টিটু সম্পত্তি লিখে দেওয়ার জন্য বিগত পাঁচ বছর যাবত বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে আসছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, তৎকালীন ওসি শাহ কামাল আকন্দ থাকাকালীন সময়ে অভিযোগ বিহীন আমি ও আমার দুই ছেলেকে প্রভাবশালীদের নির্দেশে থানায় আটকে রেখে সম্পত্তি লিখে নেওয়ার জন্যও চাপ প্রয়োগ করে। বিভিন্ন সময়ে তাদের নির্যাতনের শিকার হয়ে আমি ও আমার বড় ভাতিজি থানায় জিডি ও অভিযোগ করলেও কোন প্রতিকার পায়নি।
সংবাদ সম্মেলনে সাহারা বানু বলেন, প্রভাবশালী খন্দকার মাহবুব ও টিটুর প্রভাবে কয়েক কোটি টাকার সম্পত্তি ভুয়া ওয়ারিশান সনদ দিয়ে টিটুর বড় বোন, ভাগনী ও তার ভগ্নিপতির নামে জমা খারিজ করে নেয়। এ ব্যাপারে ভূমি অফিসে একাধিক আবেদন করলেও কোন ব্যবস্থা গ্রহণ করেননি। আবু কায়দার টিটুর লাঠিয়াল বাহিনী জসিম, শামছুল, বিল্লাল গং এর অত্যাচারে সার্বক্ষণিক আতংকে দিনাতিপাত করছি। বেশ কয়েক মাস পূর্বে টিটুর নির্দেশনায় জসিম, শামছুল, বিল্লাল গংরা বসত বাড়ীতে জোর পূর্বক তালা ভেঙ্গে দখল করে নেয় যা এখন পর্যন্ত তাদের দখলে রয়েছে এবং বাড়িতে অবৈধভাবে বসবাস করছে। এ ব্যাপারে তারা উর্ধ্বতন কতৃর্পক্ষের সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচার দাবী করেন।
এনায়েতুর রহমান