ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ত্রিশালে সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে ভূমি সেবায় এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। ২০২৪ সালের ২২ এপ্রিল যোগদানের পর তিনি কঠোর পদক্ষেপে দালালচক্র নির্মূল করে ভূমি অফিসকে জনবান্ধব করে তুলেছেন।
এখন জমির নামজারি, খারিজ, জমাভাগসহ সব সেবা মানুষ পাচ্ছেন হয়রানি ও অতিরিক্ত খরচ ছাড়াই। ভুক্তভোগীরা জানাচ্ছেন, আগে যেখানে দালালের কাছে জিম্মি হতে হতো, এখন সরাসরি কর্মকর্তাদের কাছেই দ্রুত সমাধান মিলছে।
এ বিষয়ে এসিল্যান্ড মাহবুবুর রহমান বলেন, ভূমি মানুষের মৌলিক অধিকার। জনগণ যেন হয়রানির শিকার না হয়, সেটিই আমার প্রধান দায়িত্ব।”
তাঁর মানবিক ও সাহসী পদক্ষেপ ভূমি সেবায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং অন্যান্য সরকারি দপ্তরের জন্যও হয়ে উঠেছে অনুকরণীয় দৃষ্টান্ত।