শিশু হত্যার বিচার দাবিতে গফরগাঁওয়ে রেলপথ অবরোধ

শিশু হত্যার বিচার দাবিতে গফরগাঁওয়ে রেলপথ অবরোধ

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে শিশু হত্যার বিচার দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১টা থেকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী জামালপুর এক্সপ্রেস ট্রেন আটকে এই বিক্ষোভ ও অবরোধ শুরু হয়। বিকেল সাড়ে ৩টা পযর্ন্তও ঢাকা-ময়মনসিংহ রেলপথে যোগাযোগ বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন।

তিনি বলেন, গত ১১ জুলাই দুপুরে গফরগাঁওয়ের পাগলা থানা এলাকা থেকে নিখোঁজ হয় ৪ বছর বয়সী সাদাব হোসেন নামের এক শিশু। নিখোঁজের চারদিন পর গত ১৫ জুলাই একটি পুকুরে ওই শিশুর মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে উল্লেখ করে থানায় মামলা হয়। ওই মামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ দুপুর ১টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি আটকে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করে স্থানীয় শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে শিক্ষার্থীদের বুঝিয়ে রেলপথ থেকে সরানোর চেষ্টা চলছে।

নিহত সাদাব হোসেন জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারঘরিয়া গ্রামের সৌদিপ্রবাসী আল আমিনের ছেলে। শিশুটি মায়ের সঙ্গে গফরগাঁওয়ের পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে নানা বাড়িতে থাকত।
#৥##

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *