নান্দাইলে পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ও সিলগালা

নান্দাইলে পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ও সিলগালা

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ   ডেস্ক :
বৈধ কাগজপত্র না থাকাসহ নানা অনিয়মের অভিযোগে ময়মনসিংহের নান্দাইলে পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা এবং সিলগালা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পৌর শহরে মেয়াদোত্তীর্ণ ওষুধের সরঞ্জাম ও বৈধ কাগজপত্র না থাকার পরও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করে আসছিল আব্বাস ডায়গনস্টিক সেন্টার, সেন্ট্রাল ডায়গনস্টিক সেন্টার ও বায়োল্যাব ডায়গনস্টিক সেন্টার।

এদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আকন্দ ডায়াগনস্টিক সেন্টার ও সেবা ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়ে সেগুলো সিলগালা করে দেওয়া হয়।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার পৌর শহরের হাসপাতাল মুখে এসব ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার গনমাধ্যমকে বলেন, আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে কিছু সমস্যা পেয়েছি। সেগুলো সাত দিনের মধ্যে সমাধান করতে বলা হয়েছে। বৈধ কাগজপত্র ছাড়া ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করায় দুইটি প্রতিষ্ঠানকে সিলগালা ও তিনটিকে জরিমানার আওতায় আনা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *