জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষের সময় পুলিশের লাঠিচার্জঃ গণঅধিকারের সভাপতি নুর রক্তাক্ত

জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষের সময় পুলিশের লাঠিচার্জঃ গণঅধিকারের সভাপতি নুর রক্তাক্ত

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষের জেরে বিজয়নগরে গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে রক্তাক্ত হয়েছেন গণঅধিকার এর সভাপতি নুরুল হক নুর। রক্তাক্ত নুরকে হাসপাতালে নেয়া হয়েছে। এসময় দলটির অন্তত আরও ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানিয়েছেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনা নিয়ে বিজয়নগরে আমাদের পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলন ডাকা হয়। ওই সংবাদ সম্মেলনে পুলিশ অতর্কিত হামলা চালায়। এতে পার্টির সভাপতি ভিপি নুর গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরও ৫০ জন আহত হয়েছেন।

এর আগে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের অভিযোগ যে, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজনই ইটপাটকেল নিক্ষেপ করে উস্কানি দিয়েছেন। ওদিকে জাপার নেতা-কর্মীদের অভিযোগ, মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা করেছেন গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *