ময়মনসিংহ নগরীর রঘুনাথ জিউড় আখড়া মন্দিরে তালার উপর তালা

ময়মনসিংহ নগরীর রঘুনাথ জিউড় আখড়া মন্দিরে তালার উপর তালা

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহ নগরীর শ্রী শ্রী রঘুনাথ জিউড় আখড়া মন্দিরে বিশৃঙ্খলা সৃষ্টি করে তালা লাগিয়ে দিয়েছে প্রতিপক্ষরা। রাজনৈতিক প্রভাব কাটিয়ে তালার উপর তালা লাগানো হয়ে অভিযোগ উঠেছে।

ময়মনসিংহ সদরের জুবলীঘাট এলাকায় শ্রী রঘুনাথ জিউড় আখড়া মন্দিরে গত ২৯ জুলাই মঙ্গলবার ঘটনাটি ঘটে। মন্দির কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তপন কুমার সরকার এ বিষয়ে কোতুয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।

স্থানীয় ও মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার ২৯ জুলাই সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে হঠাৎ করে সুপ্রীয় বনিক,বিদ্যুৎ জোয়ারদারসহ ১৫/২০ জন লোক অতর্কিতে মন্দির প্রাঙ্গনে প্রবেশ করে বিশৃঙ্খল সৃষ্টি করে মন্দিরের অফিস কক্ষে তালা লাগিয়ে দেয়। এতে মন্দিরের ভক্ত বৃন্দের মাঝে দেখা দিয়েছে আতংক। ভক্তদের মন্দিরের কাজ কর্মের বিঘ্ন সৃষ্টি হচ্ছে। কোন মন্দির উপাসনালয় ধর্মীয় প্রতিষ্ঠানে রাজনীতি মুক্ত হওয়া দরকার, এখানে যেন কেউ কোন রাজনৈতিক প্রভাব দেখাতে না পারে সেদিকে সরকারের দৃষ্টি রাখা উচিত বলে মনে করেন।

অভিযুক্ত বিদ্যুৎ জোয়ারদার বলেন, আমি মন্দির কমিটির কোন সদস্য না, আমার নামে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছিল, পড়ে পুলিশ থানায় সবাইকে নিয়ে বসে তালা খোলে দেওয়ার আলোচনা হয়েছে। তালা খোলে দিবে বলেছে পুলিশ।

মন্দিরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তপন কুমার সরকার বলেন, আমি এবিষয়ে কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ করেছি, পুলিশ বলছে আমরা আসবো তালা খুলে দিবো। কিন্তু দেই দিচ্ছি বলে সময় পার করছে পুলিশ। এদিকে দূর্গাপূজা চলে আসছে কোন কার্যক্রম করতে পারছিনা।

কোতয়ালী মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম বলেন, বিষয়টি উভয় পক্ষে মধ্যে সমঝোতা হয়েছে। তালা খুলে দেয়া হয়নি এমন খবর আমার জানা নেই। ###

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *