স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের টানা ৩ ঘণ্টার অনশনের পর অবশেষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে শিক্ষার্থীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।রোববার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন।
এর আগে, বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে কাঁথা-বালিশসহ অবস্থান নিয়ে অনশনে বসেন একদল শিক্ষার্থী। প্রায় ৪ ঘণ্টা পর বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়।ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী বিধিমালা প্রস্তুত করে তা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হবে। গেজেট প্রকাশের পরবর্তী দুই কর্মদিবসের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে। এরপর তিন কর্মদিবসের মধ্যে নির্বাচনী আচরণবিধি প্রণয়ন করা হবে। পরবর্তী ১৪ কর্মদিবসের মধ্যে খসড়া ভোটার তালিকা প্রস্তুত করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পাঁচ কর্মদিবসের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। পরবর্তী ১৪ কর্মদিবসের মধ্যে মনোনয়নপত্র বিতরণ, দাখিল, যাচাই-বাছাই, আপিল ও নিষ্পত্তি, প্রার্থিতা প্রত্যাহার, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর সাত কর্মদিবসের মধ্যে নির্বাচনী প্রচারণা শেষ করতে হবে। সরকারি গেজেট প্রকাশের ৪৫ কর্মদিবসের মধ্যে অর্থাৎ সর্বোচ্চ ৩০ নভেম্বর ২০২৫ এর মধ্যে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী জানান, এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি, তবুও রোডম্যাপ একটি ইতিবাচক অগ্রগতি। এখন দেখার বিষয় কর্তৃপক্ষ ঘোষিত সময়সীমার মধ্যে সব কার্যক্রম সম্পন্ন করতে পারে কি না?বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, আমরা শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়েছি এবং সুষ্ঠু নির্বাচনের জন্য একটি বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি করেছি। আমরা চাই, শিক্ষার্থীরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করুক। সকল নিয়মকানুন ও স্বচ্ছতার মাধ্যমে নির্বাচন পরিচালনা করা হবে।