ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৯ সদস্যকে আটক

ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৯ সদস্যকে আটক

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৯ সদস্যকে আটক করেছে র‌্যাব ও জেলা প্রশাসন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফিকুল ইসলাম ও রাশিদ খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফিকুল ইসলাম জানান, দালালরা বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নেওয়ার জন্য রোগীদের নানা প্রলোভন দেখাতো এবং প্রতারণার শিকার করত। আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উক্ত মোবাইল কোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য মোঃ আরিফুল ইসলাম রানা(৩২), পিতা-আলাল উদ্দিন, সাং-মাসকান্দা, মোঃ জসিম উদ্দিন(৪০), পিতা-আব্দুল কাদের, সাং-চরপাড়া, মোঃ রতন মিয়া(৪৮), সাং-চরপাড়া বৌবাজার, আনিস হোসেন রকি(৩৫), সাং-ভাটিকাশর, টুটুল আহেমদ শরিফ(৩৯), পিতা-মৃতঃ মুকুল হোসেন বাবুল, সাং-বাগমাড়া, রকিবুল ইসলাম (৪৮), পিতা-মেশর আলী, সাং-রাঘবপুর, রুবেল (৫৫), পিতা-মৃতঃ শফিক, বিদ্যুৎ(২৬), পিতা-আলমগীর হোসেন, সাং-দিঘারকান্দা, গিয়াস উদ্দিন(৫৩), পিতা-ছলিম মিয়া, সাং-চড়পাড়া, শরিফ (২৬), পিতা-আব্দুল কাইয়ুম, সাং-ভাটিদাপুনিয়া, সর্বথানা-কোতোয়ালী, মিজান (২৪), পিতা-খোরশেদ আলী, সাং-পিঠাসুতা, থানা-তারাকান্দা, নুরুজ্জামান(৪০), পিতা-মৃতঃ আব্দুল গনি, সাং-জোরবাড়িয়া, থানা-ফুলবাড়িয়া, সর্বজেলা-ময়মনসিংহদের সরকারী কাজে বাধা প্রদান করায় ১৮৬০ সনের দন্ডবিধি আইনের ১৮৬ ধারা মোতাবেক প্রত্যেককে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং পারভীন খাতুন(৬৫), স্বামী-আঃ রশিদ, সাং-ষোলহাশিয়া, থানা-গফরগাঁও, বকুল (৬০),পিতা-মৃতঃ আব্দুল্লাহ, সাং-চরপাড়া, আসমা (৪৫), পিতা-আব্দুল করিম, সাং-বাড়েরা, আনোয়ারা(৪৫), স্বামী-শহিদ, সাং-মাসকান্দা, হসনা (৪৫), স্বামী-শহিদ, সাং-ভাটিকাশর, সালেহীন(৩৭), পিতা-আব্দুল ওয়াহেদ, সাং-ধোপাখোলা, জসিম(৩৭), পিতা-নবি হোসেন, সাং-চরপাড়া,সর্বথানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে উক্ত ধারা মোতাবেক ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান পূর্বক জেল হাজতে প্রেরন করেন।

অভিযানে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার শামসুজ্জামানসহ র‌্যাব-পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।###

মতিউল আলম

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *