স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৯ সদস্যকে আটক করেছে র্যাব ও জেলা প্রশাসন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফিকুল ইসলাম ও রাশিদ খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফিকুল ইসলাম জানান, দালালরা বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নেওয়ার জন্য রোগীদের নানা প্রলোভন দেখাতো এবং প্রতারণার শিকার করত। আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উক্ত মোবাইল কোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য মোঃ আরিফুল ইসলাম রানা(৩২), পিতা-আলাল উদ্দিন, সাং-মাসকান্দা, মোঃ জসিম উদ্দিন(৪০), পিতা-আব্দুল কাদের, সাং-চরপাড়া, মোঃ রতন মিয়া(৪৮), সাং-চরপাড়া বৌবাজার, আনিস হোসেন রকি(৩৫), সাং-ভাটিকাশর, টুটুল আহেমদ শরিফ(৩৯), পিতা-মৃতঃ মুকুল হোসেন বাবুল, সাং-বাগমাড়া, রকিবুল ইসলাম (৪৮), পিতা-মেশর আলী, সাং-রাঘবপুর, রুবেল (৫৫), পিতা-মৃতঃ শফিক, বিদ্যুৎ(২৬), পিতা-আলমগীর হোসেন, সাং-দিঘারকান্দা, গিয়াস উদ্দিন(৫৩), পিতা-ছলিম মিয়া, সাং-চড়পাড়া, শরিফ (২৬), পিতা-আব্দুল কাইয়ুম, সাং-ভাটিদাপুনিয়া, সর্বথানা-কোতোয়ালী, মিজান (২৪), পিতা-খোরশেদ আলী, সাং-পিঠাসুতা, থানা-তারাকান্দা, নুরুজ্জামান(৪০), পিতা-মৃতঃ আব্দুল গনি, সাং-জোরবাড়িয়া, থানা-ফুলবাড়িয়া, সর্বজেলা-ময়মনসিংহদের সরকারী কাজে বাধা প্রদান করায় ১৮৬০ সনের দন্ডবিধি আইনের ১৮৬ ধারা মোতাবেক প্রত্যেককে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং পারভীন খাতুন(৬৫), স্বামী-আঃ রশিদ, সাং-ষোলহাশিয়া, থানা-গফরগাঁও, বকুল (৬০),পিতা-মৃতঃ আব্দুল্লাহ, সাং-চরপাড়া, আসমা (৪৫), পিতা-আব্দুল করিম, সাং-বাড়েরা, আনোয়ারা(৪৫), স্বামী-শহিদ, সাং-মাসকান্দা, হসনা (৪৫), স্বামী-শহিদ, সাং-ভাটিকাশর, সালেহীন(৩৭), পিতা-আব্দুল ওয়াহেদ, সাং-ধোপাখোলা, জসিম(৩৭), পিতা-নবি হোসেন, সাং-চরপাড়া,সর্বথানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে উক্ত ধারা মোতাবেক ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান পূর্বক জেল হাজতে প্রেরন করেন।
অভিযানে র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার শামসুজ্জামানসহ র্যাব-পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।###
মতিউল আলম