স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন তারেক রহমান আরেক জিয়াউর রহমান । জনগণ তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে । তিনি বলেন , তারেক রহমানের হাত ধরেই বিএনপি শহীদ জিয়াউর রহমানের অসম্পুর্ন কাজ সম্পন্ন করবে, দেশের মালিকানা জনগণের হাতে তুলে দেবে ।
তিনি আজ বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটের পৌর শহরের ডি এস মাদরাসা ময়দানে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত মিছিলপূর্ব বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রখছিলেন । দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির আহ্বানে আজ দেশব্যাপী উপজেলা সদরে বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে হালুয়াঘাট পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ বক্তব্য রাখেন । এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক , সদস্য এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রচন্ড তাপদাহের মধ্যে সমাবেশের পর বিশাল মিছিল হালুয়াঘাট পৌর শহরের হাসপাতাল , উপজেলা পরিষদ , পুরাতন বাসস্ট্যান্ড , উত্তর বাজার , শহীদমিনার প্রদক্ষিণ করে হালুয়াঘাট উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয় । মিছিলে রঙ বেরঙের পতাকা হাতে শত শত মহিলা , গারো জাতিগোষ্ঠী ও হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষের উপস্থিতি এবং বিএনপি ও অঙ্গসংঠনের পতাকা হাতে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতি সকলের নজর কাড়ে । বিভিন্ন বাদ্যযন্ত্রের বাজনা , শহীদ জিয়া , বেগম খালেদা জিয়া , তারেক রহমান ও ধানের শীষের ছবি , বিভিন্ন রঙের ফায়ার স্মোকের ধোঁয়া মিছিলটিকে বর্ণাঢ্য করে তোলে । মিছিল যখন বিভিন্ন এলাকা দিয়ে এগিয়ে যাচ্ছিল , বিভিন্ন বাসা বাড়ি থেকে মহিলা , শিশু , কিশোর রস্তায় দাড়িয়ে থাকা বিভিন্ন বয়সের সাধারণ মানুষ হাত নেড়ে , তালি দিয়ে মিছিলকারীদের শুভেচ্ছা জানান ।
সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন বিএনপি এবং জিয়া পরিবার বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ ।৪৭ বছরে আপামর জনসাধারণের ভালোবাসা , আস্থা , বিশ্বাসে সিক্ত হলেও হাসিনা , এরশাদসহ আধিপত্যবাদী শক্তি বিএনপি ও জিয়া পরিবারকে বার বার ধ্বংস ও নিশ্চিহ্ন করতে চেয়েছে । কিন্তু জনগণ ততবারই বিএনপি ও জিয়া পরিবারের পাশে এসে দাড়িয়েছে , শক্তি ও সাহস জুগিয়েছে, রক্ষা করেছে । তিনি বলেন , বিএনপি ও জিয়া পরিবার জগনের শক্তিতে বলীয়ান হয়ে ওইসব অপশক্তিকে পরাজিত করেছে । তিনি বলেন , তারেক রহমানের দুচোখ ভরা স্বপ্ন , দৃষ্টি জুড়ে বাংলাদেশ , বুক ভরা আশা ।
জনগণের ভাগ্য পরিবর্তন ,কর্মসংস্থান , উন্নত ও নিপদ জীবন , গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করা তাঁর লক্ষ্য । তিনি বলেন , বেগম খালেদা জিয়ার আশীর্বাদ ও পরামর্শে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি শহীদ জিয়ার নীতি ও আদর্শে আগামীর বিএনপি সরকার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে বৈষম্য বিহীন সাম্য ও মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক ইতিবাচক রাষ্ট্র গঠন করবে ।
তিনি জনগণকে আগামী ফেব্রুয়ারীর নির্বাচনে ধানের শীষ ভোটদিয়ে বিএনপির নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করে তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান । জন সমাবেশে বিএনপির এই যুগ্ম মহাসচিব জনগণ ও বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়ে বলেছেন , একদিকে গণ অভ্যুত্থানে পতিত ও পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট এবং দূর্ভাগ্য জনক হলেও সত্য অন্য দিকে , গণ অভ্যুত্থানে অংশ নেয়া কয়েকটি দল গণতন্ত্র ফিরিয়ে আনার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে । তিনি বলেন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র
ও জনগণের কর্তৃত্ব ও সার্বভৌমত্ব ফিরিয়ে দিতে বিএনপি বদ্ধ পরিকর । এটা বিএনপির ইমানী দায়ীত্ব । জনগণকে সাথে নিয়ে এই দায়ীত্ব পালনে বিএনপি পিছু হটবে না । তিনি বলেন , বিএনপিতে দুর্নীতিবাজ , চাঁদাবাজ, সমাজ বিরোধীদের ঠাঁই হবে না । কেউ যদি বিএনপিকে অপ ব্যবহার করে আঙ্গুল ফুলে কলা গাছ হতে চান , তাদেরকে “ আসসালামু আলাইকুম “ । যারা বিএনপি করবেন , কিছু পাবার আশায় নয় , দেশ ও জনগণকে দেবার জন্য রাজনীতি করতে হবে । তিনি বলেন , আমরা শহীদ জিয়া , খালেদা জিয়া , তারেক রহমানের রাজনীতি করি । তাঁদের রাজনীতি হচ্ছে দেশ , জাতি ও জনকল্যাণে নিবেদিত এবং জাতীয়তাবাদ ও গণতন্ত্রের চেতনায় উদ্ভাসিত । সে কারণেই জীবনকে তুচ্ছ করে দমন ,নিপিড়ন ,জেল, জুলুম উপেক্ষা করে ফ্যসিবাদের বিরুদ্ধে রাজপথে বুক চিতিয়ে লড়াই করতে পারি । অমরা নিজেদের ভাগ্য পরিবর্তন নয় , জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করি । এজন্যই জনগণ বিএনপিকে হৃদয়ের মনি কোঠায় স্থান দিয়েছে ।
তিনি বলেন , সময়ের পরিক্ষায় বিএনপি উত্তীর্ণ ।৪৭ বছরে বহু ঘাত প্রতিঘাত মোকাবেলা করে বিএনপি দেশপ্রেম ও জনগণের অধিকার প্রতিষ্ঠা ও জনকল্যাণে কাজ করেছে । দেশ ও জনগণের শত্রুরা বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষককে হত্যা , দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর নির্মম নির্যাতন করে মৃত্যুর দিকে ধাবিত করে বিএনপিকে ধ্বংস করতে চাইলেও বিএনপি বার বার ফিনিক্স পাখির মত ঘুরে দাড়িয়েছে ।
বিএনপির নেতাকর্মীদের যতদিন নিঃশ্বাস আছে , ততদিন দেশ ও জনগণের প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস থাকবে । তিনি তৃণমূলের নেতাকর্মীদের প্রতি ঘরে ঘরে ধানের শীষের পক্ষে প্রচারনা চালানোর আহ্বান জানান ।