গাজী মাহমুদ হত্যা মামলার আসামী এশা গ্রেফতার

গাজী মাহমুদ হত্যা মামলার আসামী এশা গ্রেফতার

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজ
ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার মো:গাজী মাহমুদ হত্যা মামলার আসামী মোছাঃআয়শা খাতুন ওরফে এশা(৪৫)কে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ গ্রেফতার করেছে। র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল ধৃত আসামীর বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে ৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখ রাত দেড় টায় টাঙ্গাইল জেলার মধুপুর থানার এলাকায় অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামী মোছাঃ আয়শা খাতুন ওরফে এশা (৪৫ কে গ্রেফতার করতে সক্ষম হয়।

এজাহার সূত্রে জানা যায়, বাদীর সাথে ধৃত অভিযুক্ত সহ অন্যান্য এজাহার নামীয় অভিযুক্তদের পাওনা টাকাকে কেন্দ্র করে পূর্ব হতে শত্রুতা চলে আসছিল । তারই ধারাবাহিকতায় পুর্বশত্রুতার জের ধরে গত-২ সেপ্টেম্বর ২০২৫খ্রি বিকালে ঘটিকার সময় বাদীর ছেলে ভিকটিম মোঃ গাজী মাহমুদ (২৬) তার শ্বশুর বাড়ী যাওয়ার পথে ধৃত অভিযুক্তসহ এজাহার নামীয় অন্যান্য অভিযুক্তগন দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিম গাজী মাহমুদ (২৬) কে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী ভাবে মারপিট করে গুরুতর জখম করে। মুমূর্ষূ অবস্থায় ভিকটিমকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ৪ সেপ্টেম্বর ২০২৫খ্রি তারিখ ২টায় মারা যায়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে হয়ে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয় থানার মামলা নং-০৪, তারিখ-৫ সেপ্টেম্বর ২০২৫খ্রি:ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড দায়ের করেন। ঘটনার পর হতে র‌্যাব-১৪ ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক আসামীদের গ্রেফতারে তৎপর হয়।

ধৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের করা জন্য ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।###

মতিউল আলম

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *