স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন , তারেক রহমান রাষ্ট্রের জন্য ও সকল জনগণের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখছেন । তিনি আজ সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাটে বিভিন্ন শ্রেণী পেশার মানূষের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন ।
হালুয়াঘাট ইমেক্স হোটেলে মতবিনিময় সভায় তিনি বলেন , অনেক সম্ভাবনাময় থাকা সত্ত্বেও হালুয়াঘাটের কাংক্ষিত উন্নয়ন হয় নাই । রাষ্ট্রের পরিবর্তনের সাথে সাথে অমরা হালুয়াঘাটেরও পরিবর্তন আনতে চাই । অবহেলিত হালুয়াঘাটকে আলোকিত হালুয়াঘাট গড়তে দল মত নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার । একই সাথে দরকার নির্বাচিত প্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও জনসাধারণের মানসিকতার পরিবর্তন । তিনি বলেন, আগামী দিনে অতীতের সব ভুল ঝেড়ে তারেক রহমানের হাত ধরে ইনশাআল্লাহ আলোকিত হালুয়াঘাট গড়ে তুলতে সক্ষম হব । তিনি এ লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন ।
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল , সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর , পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ এবং হলুয়াঘাট আমদানী কারক গ্রুপের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু সরকার ,গারো ব্যাপিস্ট কনভেনশনের সাবেক সাধারণ সম্পাদক মনোজ চিশিম , মাকসূদা পারভীন , কমল ভদ্র , কফিল উদ্দিন মাহমুদ ,আবুল মনসুর , মোস্তাফিজুর রহমান প্র্রমুখ বক্তব্য রাখেন ।