স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজ
ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার ছুরিকাঘাতে সবুজ আকন্দ (২৫) হত্যা মামলার এজাহার নামীয় প্রধান অভিযুক্তসহ ২ জন কে গ্রেফতার করেছে সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ।
এজাহার সূত্রে জানা যায় যে, ধৃত অভিযুক্ত সহ অভিযুক্তগণের সাথে ভিকটিম সবুজ আকন্দ(২৫) এর পূর্ব থেকে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গত ০৬ আগস্ট ২০২৪খ্রিঃ রাত সাড়ে ৮টায় ভিকটিম ও তার মামাত ভাই আমিনুল ইসলাম জুয়েল (৪৩) রিক্সাযোগে গফরগাঁওয়ের ষোলহাসিয়া কাচারি রোড পুকুর সংলগ্ন পাকা রাস্তায় পৌছাইলে পূর্ব থেকে ওৎপেতে থাকা ধৃত অভিযুক্তগনসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের পথরোধ করে আসামী মেহেদী কাজী তার হাতে থাকা ছুরি দিয়ে ভিকটিমের বুকের মাঝ খানে স্ব-জোরে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন ভিকটিম সবুজ আকন্দকে মুমূর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবুজ আকন্দকে মৃত ঘোষনা করে। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৭, তারিখ-২৪ আগস্ট ২৪, ধারা-৩০২/৩৪ পেনাল কোড। মামলা রুজুর পর র্যাব-১৪, ময়মনসিংহ ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনার লক্ষ্যে তৎপর হয়।
এরই প্রেক্ষিতে, সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল আসামীর বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে ০৯ সেপ্টেম্বর ২০২৫খ্রিঃ আনুমানিক বিকাল ৪টায় ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকায় অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার হত্যা মামলার প্রধান অভিযুক্ত মেহেদী কাজী(২৫)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
অপর এক অভিযানে সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল উক্ত মামলার এজাহার নামীয় অপর আসামী শান্ত মিয়া(২৩) এর বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে ৯ সেপ্টেম্বর ২০২৫খ্রিঃ আনুমানিক ফৌণে ৬টায় ময়মনসিংহ জেলার গফরগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার গফরগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।####
মতিউল আলম