গভীর ষড়যন্ত্রের ফল ডাকসু নির্বাচনে প্রতিফলিত হয়েছে-প্রিন্স,

গভীর ষড়যন্ত্রের ফল ডাকসু নির্বাচনে প্রতিফলিত হয়েছে-প্রিন্স,

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, গভীর ষড়যন্ত্রের ফল ডাকসু নির্বাচনে প্রতিফলিত হয়েছে । সেই ষড়যন্ত্র আমরা অনুমান করতে পারছিলাম, তবে নিয়ন্ত্রণ বা মোকাবেলা করতে পারি নাই । তিনি বলেন , ১৭ বছর রাষ্ট্রীয় আওয়ামী ফ্যসিবাদ ও ছাত্র লীগের নির্মম দমন নির্যাতনে ছাত্র দল ক্যাম্পাসের বাইরে , কিন্তু শিবির ছাত্র লীগের শরীরে বিলীন হয়ে হাসিনা,তার বাবা ও নৌকার নামে স্লোগান দিতে দিতে অস্থির ছিলো । তারা আবার ৫ আগস্টের পর শিবির নেম আবির্ভূত হয়েছে ।

তিনি আজ বুধবার দুপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহে উত্তর জেলা মহিলা দলের উদ্যোগে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন । এর আগে ময়মনসিংহ নগরীর হরি কিশোর রোডে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন যথাক্রমে সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শাহ্ ওয়ারেস আলী মামুন । পরে সেখান থেকে শোভাযাত্রা সহকারে মহিলা দলের নেতাকর্মীসহ বিএনপি নেতৃবৃন্দ জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হন ।
ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজীন চৌধুরী লিলির সভানেত্রিত্বে ও সাধারণ সম্পাদিকা হোসনে আরা নিলুর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন , আবু ওয়াহাব আকন্দ , ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম , যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার , গৌরিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক , জেলা মহিলা দলের সিনিয়র সহ সভানেত্রী রেহানা পারভীন ববি প্রমুখ বক্তব্য রাখেন ।

আলোচনা সভায় এমরান সালেহ প্রিন্স বলেন , ডাকসু নির্বাচনে স্বৈরাচার ও রাজাকার একাকার হয়ে গেছে । তিনি বলেন , গণ শত্রু ও গণহত্যাকারী আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে ফিরে আসতে ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে ।কিন্তু তারা জানেনা , বাংলাদেশের জনগণ তাদের সন্তানদের হত্যাকারীদের আর কখনোও গ্রহণ ও ক্ষমা করবে না । আওয়ামী লীগ ও জামায়তের সক্ষতা দীর্ঘ দিনের । তারা একে অপরেরে মাসতুতো ভাই । এরশাদের স্বৈরাচারকে বৈধতা দিতেও বাংলাদেশের স্বৈরাচারের জন্মদাতা আওয়ামী লীগ ও স্বাধীনতা বিরোধী জমায়াত একসাথে নির্বাচন করেছিল । তিনি বলেন ক্ষমতার লোভে জমায়াত বিপদের দিনে তাদের পাশে থেকে সুরক্ষা দেয়া বিএনপির হাত ছেড়ে তাদের নেতাদের ফাঁসি দিয়ে হত্যাকারী আওয়ামী লীগের রক্তমাখা হাত ধরতেও কুণ্ঠিত হচ্ছে না । তিনি গতকাল ডাকসু নির্বাচনের কথা উল্লেখ করে বলেন ,
এই নির্বাচনে প্রায় ৮০ ভাগ ভোট কাস্ট হওয়া মনে বিগত ১৬ বছরে দুর্দান্ত প্রতাপের সাথে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ভোটেও কাস্ট হয়েছে । এই ভোট গেলো কার পকেটে – এই প্রশ্নের উত্তর খুঁজলেই সাধারণ ছাত্র ছাত্রীদের স্বতস্ফূর্ত বিজয় ছিনিয়ে নিয়ে বিগত ১৬ বছর ঢাকা ইউনিভার্সিটিসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র লীগের শরীরে গুপ্তভাবে বিলীন হয়ে থাকা
শিবিরের বিজয়ের নেপথ্যের কারণ বেরিয়ে আসবে । ছাত্র লীগের গুপ্ত ভোট ও জমায়াতকানা প্রশাসনের ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে শিবিরকে জেতানো হয়েছে ।
ষড়যন্ত্র ও ইঞ্জিনিয়ারিং ছাড়া ঢাকা ইউনিভার্সিটিতে শুধু সাধারণ ছাত্র ছাত্রীদের ভোটে জমায়াত – শিবিরের বিজয় বিশ্বাসযোগ্য নয় ।

তিনি বলেন , জমায়াত -শিবির প্রভাবিত ভিসিসহ প্রশাসনের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় , এটা জেনেও নির্বাচনে যাওয়া ছাত্রদলসহ অন্যান্য ছাত্র সংগঠনের সঠিক ছিলো কী না , সেটাও প্রশ্নের দাবী রাখে । তিনি বলেন , জমায়াতকানা প্রশাসন, ছাত্র লীগের গুপ্ত ভোট , ইলেকশন ইঞ্জিনিয়ারিং , বিচ্ছিন্ন দ্বীপের মতো রেখে নির্বাচন করা ছাত্র শিবিরকে নির্বাচিত করার ক্ষেত্রে নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে । নিজেরও আত্ম সমালোচনা করতে হবে ছাত্র দলকে । কেনো ষড়যন্ত্র ধরতে পারা গেলো না , সাধারণ ছাত্র ছাত্রীদের সেন্টিমেন্ট কী অমরা অনুধাবন করতে পেরেছি ? তিনি সকলকে আত্ম উপলব্ধির মাধ্যমে ভবিষ্যতে অশুভ শক্তির যড়যন্ত্র মকাবেলায় কৌশল ও করনীয় নির্ধারণে আত্মনিয়োগ করার আহ্বান জানান । তিনি মহিলা দলের নেতাকর্মীদের প্রতি ঘরে ঘরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শিষের প্রচারণা শুরু করার ও জামায়তের মহিলা কর্মীদের বিএনপির বিরুদ্ধে অপ প্রচার রুখে দাঁড়ানোর আহ্বান জানান ।###

মতিউল আলম

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *