চারটি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে -র‌্যাব-১৪,ময়মনসিংহ

চারটি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে -র‌্যাব-১৪,ময়মনসিংহ

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
র‌্যাব-১৪, ময়মনসিংহ এর ‘’Lost and Found cell’’ লস্ট এন্ড ফাউন্ড সেল চারটি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে। উদ্ধারকৃত মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন র‌্যাব-১৪, ময়মনসিংহের  অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান । ।

র‍্যাব-১৪, ময়মনসিংহ সম্প্রতি ছিনতাইকৃত ও হারানো মোবাইল ফোন উদ্ধার সংক্রান্তে ‘’Lost and Found cell’’ গঠনপূর্বক এর দায়িত্বপূর্ণ এলাকায় ছিনতাইকৃত ও হারানো মোবাইল ফোন উদ্ধার করে উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর ও এর সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১৪, ময়মনসিংহের ‘’Lost and Found cell’’ এর সদস্যগণ তথ্য প্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানা, গাজীপুর জেলার মাওনা এবং মুন্সিগঞ্জ জেলার সদর এলাকা হতে চারটি হারানো মোবাইল ফোন জিডি মূলে উদ্ধার করে। আজ ১১ সেপ্টেম্বর ২০২৫খ্রি. সকাল ১২টায় অধিনায়ক, র‌্যাব-১৪, ময়মনসিংহ উদ্ধারকৃত মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।

অধিনায়ক, র‌্যাব-১৪, ময়মনসিংহের  অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানান, হারানো এবং ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার সংক্রান্তে র‌্যাব-১৪ এর ‘’Lost and Found cell’’ কার্যক্রম অব্যাহত থাকবে।

মতিউল আলম

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *