ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন

ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ‘তারুণ্যের উৎসব ২০২৫, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে— ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে শুক্রবার বিকেলে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫।

ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ ও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।

প্রধান অতিথি বলেন, ময়মনসিংহ জেলা এক ঐতিহ্যবাহী ও প্রাণবন্ত জেলা। এ জেলার সাহিত্য-সংস্কৃতি, খেলাধুলা ও শিক্ষার গৌরবময় ইতিহাস রয়েছে। জাতীয় মহিলা ফুটবল দলের আটজন খেলোয়াড়ই ময়মনসিংহের সন্তান, একইভাবে জাতীয় ক্রিকেট দলেও রয়েছে এই জেলার প্রতিনিধিত্ব। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট তরুণদের অনুপ্রাণিত করার একটি বড় প্লাটফর্ম, যা আগামী দিনে তাদের খেলাধুলার প্রতি আরও উদ্দীপ্ত করবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে ময়মনসিংহ থেকেই আরও বহু তরুণ জাতীয় দলে জায়গা করে নেবে।

বিভাগীয় কমিশনার বলেন, খেলায় জয় বা পরাজয় স্বাভাবিক বিষয়, কিন্তু যখন প্রতিযোগিতা তীব্র হয়, তখন সেটিই সবচেয়ে উপভোগ্য হয়ে ওঠে। ময়মনসিংহ সবসময়ই ক্রীড়া ও সংস্কৃতির জন্য পরিচিত। এই ধরনের প্রতিযোগিতা শুধু খেলোয়াড় তৈরি করে না, সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতিও বৃদ্ধি করে। তরুণদের প্রতিভা বিকাশে নিয়মিত এ ধরনের আয়োজন প্রয়োজন।

অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থা, জনপ্রতিনিধি, ক্রীড়াবিদ, শিক্ষক, সাংবাদিক ও ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সে মাঠে দর্শকদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *