স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন , বিএনপি জনগণের দল । জনগণের পালস বুঝে , জনগণের পছ্ন্দ-অপছন্দ ও ভালো-মন্দ আমলে নিয়ে বিএনপিকে রাজনীতি করতে হয় । তিনি বলেন , রাজনীতির প্লাটফর্ম ব্যবহার করে যারা অবৈধ পথে আঙ্গুল ফুলে কলা গাছ হতে চায় , তাদের জন্য বিএনপির দরজা তারেক রহমান বন্ধ করে দিয়েছেন ।
তিনি আজ সন্ধ্যায় হলুয়াঘাট পৌর শহরের আকনপাড়া মাদরাসা প্রাঙ্গণে ২ নং পৌর ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
সম্মেলনে এমরান সালেহ প্রিন্স বলেন আওয়ামী লীগ রাজনীতিকে নস্ট করে গেছে । রাজনীতির নামে তারা দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি,দখলবাজি, সন্ত্রাস করে আওয়ামী রাজনীতিকে জনগণের কাঠগড়ায় দাঁড় করিয়ে গেছে । নিজেরা গণশত্রুতে পরিণত হয়ে গণঅভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে গেছে । তিনি বলেন রাজনীতির সুদিন,খারাপ দিন আছে। বিএনপির রাজনীতিতে খারাপদিন যাতে না আসে, সেজন্যে তারেক রহমান রাজনীতিতে পরিবর্তনের জন্য কাজ করছেন। জনগণের অধিকার আদায়ের সংগ্রামের পাশাপাশি তিনি বিএনপি নেতাকর্মীদের জনকল্যাণমুখী কাজে নিয়োজিত করেছেন । জনগণের রয়ে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে বিএনপি কল্যাণমুখী রাস্ট্র গঠন করবে । ফার্মার্স কার্ড , ফ্যামিলি কার্ড , বেকার ভাতা , বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ প্রদানের কথা উল্লেখ করে তিনি বলেন জনগণের কল্যাণ ও দেশ রক্ষা ছাড়া বিএনপির অভিধানে অন্য কিছু নাই ।
তিনি বলেন , বিএনপির নাম ব্যাবহার করে অপকর্মকারীদের তারেক রহমান ক্ষমা করেন নাই। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনগত ব্যবস্থাও নিয়েছেন। এটা রাজনীতির পরিবর্তনের উদাহরন। তিনি বলেন, বিএনপিকে ব্যাবহার করে অপকর্ম করে অবৈধ পথে আংগুল ফুলে কলাগাছ হতে চান, তাদের জন্য বিএনপির দরজা বন্ধ করে দিয়েছেন তারেক রহমান। তিনি বলেন , বিএনপি সরকারে বা বিরোধী দলে যে অবস্থানে থাকুক না কেনো , দেশ ও জনকল্যাণে বিএনপি অবদান রাখছে । আগামী রোজার পূর্বে সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন , দেশ , জাতি ও গণতন্ত্রের বৃহত্তর প্রশ্নে আগামী নির্বাচন সফল , অর্থবহ করতে হবে । নির্বাচনের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করা হবে ।
হালুয়াঘাট পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্ল্যার সভাপতিত্বে ও তাজিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর আলম বিপ্লব , যুগ্ম আহবায়ক ইসহাক আলী মাষ্টার, হুমায়ূন কবীর , মনিরুজ্জামান স্বাধীন , শামসুল আলম শামস, সিদ্দিক মোল্লা , অনোয়ার হোসেন , হামিদুর রহমান , মখলেসুর রহমান বক্তব্য আরএসখেন ।
সম্মেলনে নুরুল হককে সভাপতি , ইসমাইল হোসেনকে সাধারণ সম্পাদক , রেজাউল করিমকে সিনিয়র সহ সভাপতি , সুলতান আহমেদকে যুগ্ম সম্পাদক ও চাঁন মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ২ নং ওয়ার্ড বিএনপির আংশিক কমিটি সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয় ।