স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন , তিনি কয়েকটি দলের আন্দোলনের কর্মসূচী দেয়ার সংবাদ উল্লেখ করে বলেন, নন ইস্যুকে ইস্যু বানানোর অপচেষ্টা এবং অযৌক্তিক ও অগ্রণযোগ্য এবং জনসমর্থনহীন দাবীতে আন্দোলনের নামে নির্বাচনকে বিলম্বিত বা নস্যাৎ করার অপতৎপরতা জনগণ বরদাশত করবে না ।
তিনি আজ সকালে ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের তালতলায় ৯ নং ওয়ার্ড বিএনপির সন্মেলনে প্রধান অতিথির বক্তব্য রখছিলেন । এ ছাড়াও তিনি আজ বিকেলে প্রবল বর্ষণের মধ্যে বালিগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৮ ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ।
তিনি সম্মেলন সমুহের আগে পরে এসকল ওয়ার্ডে বিভিন্ন গ্রামে গণসংযোগ এবং জনসাধারণের সাথে মতবিনিময় করেন । এসময় তিনি জনসাধারণের সুবিধা- অসুবিধা সম্পর্কে অবহিত হন এবং সমাধানের আশ্বাস প্রদান করেন । তিনি গ্রামীণ জনগোষ্ঠীর কল্যাণে বিএনপির আগামী সরকারের কর্মসূচীর কোথা উল্লেখ করে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান ।
সম্মেলন সমূহে এমরান সালেহ প্রিন্স সম্প্রতি ফাঁস হওয়া আওয়ামী লীগের এক নেতার টেলিকনফারেন্সের কথা উল্লেখ করে বলেন , কয়লা ধুইলে যেমন ময়লা যায় না , তেমনিই আওয়ামী লিগের খাইসলতও যায় না । দুঃশাসন কায়েম ও গণহত্যা করে গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে গেলেও তাদের বিন্দুমাত্র অনুসূচনানাই । জনগণের কাছে ক্ষমা চাওয়া দূরের কথা , উপরন্তু তারা দেশকে অচল করে দেয়ার ব্লুপ্রিন্ট করছে । এসব করতে গেলে দেশকে অচল নয় , তারা নিজেরাই নিশ্চল হয়ে পড়বে । তিনি বলেন ছাত্র সংসদ নির্বাচনে শিবিরকে জেতানোর নীলনক্সা করতে করতে এখন দেশকে অচল করার নীলনক্সা করার সাহস পাচ্ছে গণশত্রু এই দলটি ।
তিনি বলেন , পতিত ও পালাতক স্বৈরাচার নিত্য নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে । এই ষড়যন্ত্রের হাত ধরে তারা ভয়াবহ অশান্তি ও দেশকে অচল করে দিতে নীলনক্সা তৈরী করছে তারা । আন্দোলনের নামে বিশৃঙ্খলার সুযোগে পালিয়ে যাওয়া ফ্যসিবাদ ফিরে আসার স্বপ্ন দেখছে । ডাকসু , জাকসু নির্বাচনের কথা উল্লেখ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন , অশুভ আতাঁতের গন্ধ পাওয়া যাচ্ছে । একাত্তর ও চব্বিশের গণহত্যাকারী এক হয়ে নির্বাচনের বিরুদ্ধে ভয়াবহ চক্রান্ত হচ্ছে কী না , জনগণের মনে সেই প্রশ্ন জাগছে ।তিনি বলেন , যতই ষড়যন্ত্র হোক না কেন , জনগণকে সাথে নিয়ে নির্বাচনের পথে সকল বাধা দূর করে ইনশাআল্লাহ নির্বাচনকে সফল ও অর্থবহ করবে বিএনপি । নির্বাচন ও গণতন্ত্রের প্রশ্নে জনগণ দৃঢ় ও অবিচল ।
ঘোষগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান মেম্বার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সন্মেলন সমূহে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মফিজ উদ্দিন , উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল , সদস্য সচিব আনিসুর রহমান মনিক , সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন , যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম , আবদুল মোমিন শাহীন , উপজেলা বিএনপির নেতা আবদুল মন্নাস , মিয়াজ উদ্দিন আহমেদ , দুলাল মিয়া , ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মীর হোসেন , আদম আলী, নূর মোহাম্মদ , সায়েদুল ইসলাম , মজিবর রহমান , উপজেলা কৃষক দলের আহবায়ক নয়ন মণ্ডল , প্র্রমুখ বক্তব্য রাখেন ।
হুসেন আলীকে সভাপতি , মহরম আলীকে সাধারণ সম্পাদক , জুলমত আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৯ নং এবং মিয়াজ উদ্দিনকে সভাপতি , দুলাল মিয়াকে সাধারণ সম্পাদক ও আব্দুর রফিককে সাংগঠনিক সম্পাদক করে ৮ ওয়ার্ড বিএনপির আংশিক কমিটি সর্বসমতিক্রমে গঠন করা হয় ।