অনৈতিক কর্মকাণ্ডের সময় জনতার হাতে নারী-পুরুষ আটক

অনৈতিক কর্মকাণ্ডের সময় জনতার হাতে নারী-পুরুষ আটক

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

ময়মনসিংহের ফুলপুরে পরকীয়া প্রেমিকের সাথে অনৈতিক কর্মকাণ্ডের সময় হাতেনাতে ধরে ফেলে স্থানীয় । এ ঘটনার পর পুলিশ ওই নারী-পুরুষকে আটক করে। আটকের পর সাথে সাথে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

আটককৃতরা হলেন, পৌরসভার পাইকপাড়া গ্রামের প্রদীপের ছেলে স্বপ্নিল শাহা (২০)। সে স্থানীয় বাসস্ট্যান্ড কাঁচামালের ব্যবসা করেন। একই সাথে দুই সন্তানের জননীকে আটক করা হয়।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ বাদী হয়ে মামলার পর আটককৃতদের আদালতে পাঠায়। এর আগে গত শনিবার রাত ১০টায় উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের সিংহেশ্বর এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার সিংহেশ্বর গ্রামের দুই সন্তানের জননীর সাথে স্বপ্নিল সাহার সাথে মোবাইলে পরিচয় হয়। মোবাইলে পরিচয়ের সূত্র ধরে তাদের মাঝে প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরে ধীরে ধীরে তা অনৈতিক সম্পর্কে রূপ নেয়। প্রায়ই ওই যুবক নারীর ঘরে গোপনে যাতায়াত করতেন বলে জানা গেছে। শনিবার রাতে অনৈতিক সম্পর্কে জড়ানো অবস্থায় স্থানীয়রা তাদেরকে আটক করে। আটকের পর রশি দিয়ে বেঁধে রেখে তারা পুলিশকে খবর দেয়।

স্বপ্নিল শাহা বলেন, তার সাথে আমার ফেসবুকে দীর্ঘদিন ধরেই সম্পর্ক। ধীরে ধীরে সেই সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে। একপর্যায়ে সে আমাকে সবকিছু খুলে বলে। তাকে বলি আমি হিন্দু ধর্মের। এছাড়াও আপনার দুটি সন্তান আছে আর এসব কাজ করা ঠিক না। পরে তার সাথে এমন কাজ করতে বাধ্য করে। আরও কয়েকবারই তার সাথে আমার দেখা হয়েছে।

ওই গৃহবধূ বলেন, আমার স্বামী আমাকে ঠিকমত খুশি রাখতে পারতো না। পরে আমি ফেসবুকের মাধ্যমে তার সাথে সম্পর্ক গড়ে তুলি। একপর্যায়ে তার প্রতি আমার আকর্ষণ সৃষ্টি হয়। তারপর থেকেই তার সাথে আমি এ কাজে লিপ্ত হই। আমি ভুল করেছি। এখন আমি খুবই অনুতপ্ত। স্বামী-শ্বশুর-শাশুড়ি ক্ষমা করে আমাকে মেনে নিলে ভবিষ্যতে আর এমন কাজ আমি করব না।

ফুলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খাইরুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দু’জনকে আটক করে থানায় আনা হয়। তবে কেউ কোনো অভিযোগ করেনি। পরে পুলিশ বাদী হয়ে ২৯০ ধারায় মামলা করে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *