স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহে নগরীতে খাবার হোটেলে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া দুইটার দিকে নগরীর দুধ মহলে আল নূর হোটেলে এই অগ্নিকান্ডের ঘটে।
ময়মনসিংহ বিভাগীয় ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপপরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, খবর পেয়ে সাথে ৫ ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। হোটেলে রান্নায় ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। তবে, এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।