ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
জাতীয় কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষক মেহেদী উল্লাহর বিরুদ্ধে নানা অনিয়ম ও জালিয়াতির অভিযোগে তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালে যোগ্যতা না থাকা সত্ত্বেও শর্ত শিথিল করে তাকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ বিজ্ঞপ্তিতে স্নাতকে ন্যূনতম সিজিপিএ ৩.৫০ থাকার কথা থাকলেও তার ফল ছিল ৩.৩১। বিশেষ যোগ্যতা হিসেবে যে বই ও পুরস্কারের কথা তিনি উল্লেখ করেন, সেগুলোও ছিল বেসরকারি প্রতিষ্ঠানের এবং বইটিতে কপির অভিযোগ রয়েছে।
পরে তার বিরুদ্ধে পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে নম্বর টেম্পারিং ও ফল পরিবর্তনের অভিযোগ ওঠে। অভিযোগকারীরা জানান, এভাবে প্রদিতি রাউত প্রমাকে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। ২০২৪ সালের আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর মারমুখী আচরণ ও আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
মেহেদী উল্লাহ সব অভিযোগ অস্বীকার করেছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান, তদন্ত কমিটি কাজ করছে এবং রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।