স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের কৃতি সন্তান ডা:মোহাম্মদ মোজাহারুল ইসলাম ইংল্যান্ডের চিকিৎসা বিজ্ঞানের সর্বোচ্চ বিদ্যাপীঠ রয়েল কলেজ অব ফিজিশিয়ান, লন্ডন, রয়েল কলেজ অব ফিজিশিয়ানস,গ্লাসগো এবং রয়েল কলেজ অব ফিজিশিয়ানস এডিনবারা হতে সম্মিলিতভাবে ইন্টারনাল মেডিসিন বিষয়ে স্নাতকোত্তর আন্তর্জাতিক উচ্চতর ডিগ্রি এমআরসিপি(ইউকে) লাভ করেছেন। তিনি বিভিন্ন স্ক্যালে ১৬৮ নাম্বারের ভিতর ১৫১ (গড়ে ৯০% মার্ক) পেয়ে উত্তীর্ণ হন।
তিনি ১৯৯৬ সালে ৩ টি বিষয়ে লেটারসহ স্টার মার্ক পেয়ে এসএসসি,১৯৯৮ সালে ৩ টি বিষয়ে লেটারসহ স্টার মার্ক পেয়ে এইচএসসি পাশ করেন। দেশের স্বনামধন্য মেডিকেল কলেজ চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ২০২৫/মে সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।২৭ তম বিসিএস এর মাধ্যমে তিনি সরকারি চাকরিতে যোগদান করেন।তিনি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়ন এর চরভারতী গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।বাস্তব জীবনে তিনি বিবাহিত এবং ২ ছেলে ও ৩ কন্যা সন্তানের জনক।বর্তমানে তিনি সুনামগঞ্জ মেডিকেল কলেজ এর মেডিসিন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।