মাটি চাপা দেয়া নিখোঁজ প্রবাসীর বস্তাবন্দি লাশ উদ্ধার

মাটি চাপা দেয়া নিখোঁজ প্রবাসীর বস্তাবন্দি লাশ উদ্ধার

BMTV Desk No Comments

মোঃ রফিকুল ইসলাম খোকন নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দুর্গন্ধের সূত্র ধরে উদ্ধার করা হয়েছে নিখোঁজ প্রবাসীর বস্তাবন্দি লাশ। o ২৭ সেপ্টেম্বর শনিবার বিকেলে উপজেলার সংগ্রামকেলি বাজারে একটি মিষ্টির দোকানের পিছনে ডোবার পাশে বাঁশঝাড়ের নিচে মাটি চাপা অবস্থায় লাশটি উদ্ধার করে নান্দাইল মডেল থানা পুলিশ।
নিহত প্রবাসী ব্যক্তির নাম আলমগীর হোসেন আলীম (২৫)। উপজেলার শেরপুর ইউনিয়নের সংগ্রামকেলি গ্রামের আবুল কালামের পুত্র আলীম ওদীর্ঘ পাঁচ বছর সৌদি আরবে অবস্থানের পর সম্প্রতি ছুটিতে দেশে এসেছিলেন।

এলাকাবাসী জানায়, টানা দুই দিন ধরে ওই জায়গায় শিয়াল ও কুকুরের অস্বাভাবিক আচরণ এবং হাঁক ডাকের শব্দ লক্ষ করা যাচ্ছিল। বিষয়টি নিয়ে কৌতূহল থেকে তারা কাছে গিয়ে দুর্গন্ধ পান । গর্তে মাটি খুঁড়ে প্লাস্টিকের বস্তায় হাত-পা বাঁধা, চোখ উপড়ানো অবস্থায় আলীমের লাশ সনাক্ত করে তার স্বজনরা।
পরিবার ও পুলিশ সূত্র জানায়, আলীম গত ২৪ সেপ্টেম্বর রাত ১১ টার পর থেকেই নিখোঁজ ছিলেন। পরবর্তীতে ২৬ সেপ্টেম্বর বিকেলে আলীমের পরণের জিন্স প্যান্ট, শার্ট ও শর্টস স্থানীয় বাফাইল বিলের পাশে পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ঐ দিনই নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়।
নিহতের ভাই শাহ আলম ও মা মনোয়ারা বেগমের দাবি, এলাকার একটি প্রভাবশালী মাদক চক্রের সঙ্গে আলীমের বিরোধ চলছিল। আলীম এলাকার ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন। তারা জানান, সংগ্ৰামকেলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন কাম নাইট গার্ড মাসুদ ও তার সহযোগী সাদেক, কাজল, খাইরুল, রাজনসহ স্থানীয় কয়েকজন মাদক কারবারি আলীমকে হত্যার হুমকি দিয়ে আসছিল। এমনকি প্রায় ১৫ দিন আগে আলীমের বাড়িতে গিয়ে তাকে তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় আতঙ্কিত হয়ে আলীম বাজারে অনেককে বিষয়টি জানিয়েছিলেন।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাতেই ১১ জনকে আসামি করে মামলা হয়েছে । অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা এসআই মামুন জানান।###

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *