স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স যুক্তরাষ্ট্রে জামায়াতে ইসলমীর নায়েবে আমীরের বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেছেন , জামায়াতে ইসলামী বিদেশের দান-জাকাতের টাকা ভিক্ষা করে এনে আবার দেশকে স্বাধীনতা পরবর্তী আওয়ামী আমলের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতে চায় । বিএনপি ও তারেক রহমান ভিক্ষা করে আনা জাকাতের টাকায় নয় , মাথার ঘাম পায়ে ফেলে আত্মমর্যাদার সাথে উপার্জন করে বেকার মানুষদেরকে স্বাবলম্বী করবে ।জনগণের রায়ে সরকার পরিচালনাকালে ১৮ মাসের মধ্যে এক কোটি যুবকের কর্মসংস্থান করবে ।
তিনি আজ বিকেলে ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজারে ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রখছিলেন । এর আগে তিনি আজ দুপুরে একই ইউনিয়নের ঘলইভাঙ্গা মাদ্রাসা মাঠে ৭ নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে বক্তব্য রাখেন ।
এছাড়াও আজ সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ও বাঘবেড় ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপে দূর্গা পূজা পরিদর্শন ও অনুদানও প্রদান করেন ।
ওয়ার্ড বিএনপির সন্মেলন সমূহে এমরান সালেহ প্রিন্স বলেন , খয়রাতি মানসিকতা নয় , আত্মমর্যাদায় বলিয়ান হয়ে শহীদ জিয়ার পথ ধরে তারেক রহমান উন্নয়ন, উৎপাদন , প্রগতির রাজনীতি করে । সম্মেলন সমূহে এমরান সালেহ প্রিন্স বলেন , শহীদ জিয়া শিখিয়ে গেছেন , কিভাবে আত্মমর্যাদার সাথে বাঁচতে হয় । স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগের লুটপাট , দুর্নীতির কারণে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নামে বিশ্বে পরিচিতি পেয়েছিলো । দেশ পরিচালনার দায়িত্ব পালনকালে শহীদ জিয়া মধ্যপ্রাচ্যের রাজা-বাদশাদের দান-যাকাতের প্রস্তাব বিনয়ের সাথে ফিরিয়ে দিয়ে বলেছিলেন “করুণা নয় কাজ দিন ,শ্রমিক নিন , আমাদের মানুষ আপনাদের দেশে মাথার ঘাম পায়ে ফেলে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে স্বাবলম্বী হবে , দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করবে ।” শহীদ জিয়া ও বিএনপির নীতি হলো আত্মমর্যাদার সঙ্গে উপার্জন। জামায়তের নীতি যাকাত-ফিতরায় টিকে থাকা। তিনি বলেন , দেশ পরিচালনায় অভিজ্ঞতা, দেশপ্রেম , আত্মমর্যাদা , অঙ্গীকার একান্ত প্রয়োজন , যা একমাত্র বিএনপির আছে , বিএনপির আছে অভিজ্ঞতা ও সাফল্য , যা অন্য কোনো দলের নেই । সেকারণেই বিএনপি জনপ্রিয়তার শীর্ষে থাকে , জনগণ বিএনপিকে বার বার বেছে নেয়, দেশ পরিচালনার দায়িত্ব দেয়, ইনশাআল্লাহ আসন্ন নির্বাচনেও দেবে । তিনি নেতাকর্মীদের প্রতি বিনয়ী হয়ে , ঘরে ঘরে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করার আহবান জানিয়ে বলেন , শুধু ভোট চাইলেই হবে না , ভোটের পর দেশ ও জনকল্যাণে ধানের শীষের সরকারের অস্বচ্ছল জনসাধারনের জন্য বিনামূল্যে চিকিৎসা, অস্বচ্ছল পরিবারকে খাদ্যদ্রব্য সরবরাহ , অস্বচ্ছল কৃষককে ফসল উৎপাদনে আর্থিক প্রণোদনা , বেকার ভাতা , প্রথম ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান , কৃষিপন্যের ন্যায্যমূল্য নিশ্চিতে ইউনিয়নে সরকারী ধান ক্রয়কেন্দ্র স্থাপন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ন্যায্যমূল্যের বিক্রয়কেন্দ্র স্থাপন , নারীর শিক্ষা,নিরাপদ কর্মসংস্থান , মর্যাদা নিশ্চিত , শ্রমিক এবং সরকারি ও বেসরকারী কর্মকর্তা-কর্মচারীর ন্যায্য মুজুরী নির্ধারণসহ জনকল্যাণে কর্মসূচী সমুহ তুলে ধরারও আহবান জানান ।তিনি বলেন , ওয়ার্ড বিএনপির সন্মেলনের মাধ্যমে বিএনপির নব জাগরণ শুরু হলো এবং আগামী দুই সপ্তাহ পর সন্মেলন সমাপ্ত ওয়ার্ডে গ্রাম, পাড়া, মহল্লায় “ভোটের যাত্রা” শুরু হবে ।
সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এমরান সালেহ প্রিন্স ঘোষগাঁও ইউনিয়নের সনাতন নারীদের দ্বারা পরিচালিত ডিফুলিয়া পাড়া , ভালুকপাড়া পূজা মণ্ডপসহ বাঘবেড় ইউনিয়নের মুন্সিরহাট ,সনন্দখিলা , সালকোনা গ্রামে পূজামন্ডপ পরিদর্শন করেন । এসময় হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ শঙ্খ বাজিয়ে , ঢোল পিটিয়ে উলুধ্বনি দিয়ে এমরান সালেহ প্রিন্সকে স্বাগত জানান । এমরান সালেহ প্রিন্স পুজামন্ডপ ঘুরে ঘুরে উপস্থিত ভক্ত ও পূজারীদের দুর্গাপুজার শুভেচ্ছা জানান ।
এসময় ভক্ত পূজারীদের উদ্দেশ্যে এমরান সালেহ প্রিন্স বেগম খালেদা জিয়া , তারেক রহমান ও তার নিজের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন , দূর্গা পুজা হিন্দু ধর্মাবলম্বী সকলের জীবনে সুখ , শান্তি , সমৃদ্ধি বয়ে আনুক , এই প্রত্যাশা করি । তিনি বলেন , বিএনপি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বাংলাদেশীদের দল ।বিএনপি সকল ধর্মের মূল্যবোধকে বিএনপি সম্মান করে । বিএনপি সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিত করবে । “ধর্ম যার যার রাস্ট্র সবার “ নীতিতে বিএনপি বিশ্বাসী ।সকল ধর্মের উৎসব-পার্বণে , সুখ – দুঃখে তাদের পাশে থাকে । তিনি বিএনপির প্রতি হিন্দু ধর্মাবলম্বীদের আস্থা রাখার আহবান জানিয়ে বলেন , এই আস্থার প্রতিদান বিএনপি দেবে ।
সন্মেলন সমূহে ঘোষগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান মেম্বরের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে সাবক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন , ধোবাউড়া উপজেলা বিএনপির
আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল , সদস্য সচিব আনিসুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটন , যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম , আবদুল মমিন শাহীন, জেলা যুব দলের সহ সভাপতি আবুল কাশেম ডলার, জেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মণ্ডল , জেলা যুব দলের যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি , ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুর রহমান , কালাম মিয়া , সাইদুল ইসলাম , আল মামুন , নূর মোহাম্মদ , মারফত আলী প্র্রমুখ , গারো প্রতিনিধি মার্থাদাল মদ , কবিতা আজিম রাখেন ।