মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে অবঃ সেনা সদস্য বাবুলের বিরুদ্ধে এলাকাবাসীর স্মারকলিপি

মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে অবঃ সেনা সদস্য বাবুলের বিরুদ্ধে এলাকাবাসীর স্মারকলিপি

BMTV Desk No Comments

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নওপাড়া গ্রামের স্থানীয় জনগণ বডিউজ্জামান বাবুল নামে এক ব্যক্তির বিরুদ্ধে অসামাজিক কর্মকাণ্ড, মাদক ব্যবসা ও সমাজে অস্থিরতা সৃষ্টির অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নিকট স্মারকলিপি দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বডিউজ্জামান বাবুল দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে অবৈধ কার্যকলাপে জড়িত। সেনাবাহিনীর (সিভিল কন্ট্রাক্ট) সাবেক কর্মচারী বাবুল বর্তমানে এলাকায় একটি সংঘবদ্ধ চক্র গড়ে তুলে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা। অভিযোগে আরও বলা হয়, তিনি উঠতি বয়সী শিশু-কিশোরদের মাদক ও কু-প্রবৃত্তির দিকে ধাবিত করছেন এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি করছেন।

সম্প্রতি তিনি এক নিরীহ পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। গ্রামবাসীর দাবি, বাবুলের বিরুদ্ধে এর আগেও নানা অভিযোগ উঠলেও তিনি প্রভাবশালী হওয়ায় কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। এতে এলাকায় নিরাপত্তাহীনতা ও প্রশাসনের প্রতি জনগণের আস্থা কমে যাচ্ছে।

এ অবস্থায় নওপাড়া গ্রামবাসী বাবুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও দায়ের করা মিথ্যা মামলার সুষ্ঠু তদন্তের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত স্মারকলিপি জমা দিয়েছেন। তারা দাবি করেন, দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ না নিলে এলাকায় অস্থিরতা আরও বৃদ্ধি পেতে পারে।

গ্রামবাসীরা প্রশাসনের প্রতি আহ্বান জানান মাদক ও অপরাধমুক্ত একটি শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *